মডু মামা মডু মামা-- বেশী চালাকী করো না-- আব্বুদের বিয়ের গল্প শুনে-- মুচকি হাসি দিওনা।
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৯ জানুয়ারি, ২০১৪, ১২:২৭:১০ দুপুর
মডু মামা মডু মামা
বেশী চালাকী করো না
আব্বুদের বিয়ের গল্প শুনে
মুচকি হাসি দিওনা।
মডু মামা মডু মামা
বিয়ে কেন করছ না
ব্লগে আছে অনেক পাত্রী
বাইরে খুজতে হবে না।
বিয়ের গল্প শুনাতে গিয়ে সবাই ধরা খাইছে
সব কিছু ফাঁস করে দিয়ে এখন টেনশনে থাকছে।
মডু মামা মডু মামা
প্লিজ একটা চকলেট দাওনা
চকলেট না পাইলে
তোমার বিয়েতে আসব না।
ইতি জারিফা....................
(ডিজিটাল বিয়ের ছবি)
প্রিয় ব্লগারদের বিয়ের গল্পে কতগুলো মজার ও চমৎকার বিষয় ফুটে উঠেছে। নিচের লিংকে ক্লিক করে সেই পোষ্টগুলো পড়ে আনন্দ পাবেন।
http://www.bdtomorrow.org/blog/blogdetail/biyer_golpo
আজকে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ পত্রিকায় "বিয়ের আগে জেনে নিন" কিছু গুরত্বপূর্ন টিপস পড়েছি। হুবহু তুলে ধরছি। আশাকরি আপনাদের উপকারে আসবে।
===বিয়ের আগে জেনে নিন===
পাত্র বা পাত্রীর উপার্জনঃ
পাত্র বা পাত্রীর কর্মক্ষেত্রে খোঁজ নিন, তার উপার্জনের উৎস সম্পর্কে নিশ্চিত হোন। তিনি কোনও অবৈধ কাজের সঙ্গে জড়িত কি না বা তার আয়ের উত্স যথাযথ কি না সে ব্যাপারে খোঁজখবর করুন। অনেক সময় ছেলে কম বেতন পেলেও তা বাড়িয়ে বলা হয়। আবার কর্মক্ষেত্রে পদমর্যাদা ছোট হলে তা-ও গোপন করা হয়। মেয়েদের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটতে পারে।
শিক্ষাগত যোগ্যতাঃ
পাত্র বা পাত্রীক শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হোন। কারণ শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে অনেক তথ্য গোপন করে অনেকেই। বহু ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে বলা হয়। অতএব এ ক্ষেত্রেও নিশ্চিত হয়ে নিন।
ডাক্তারি পরীক্ষা করানঃ
আমাদের সমাজে এর তেমন প্রচলন না-হলেও ডাক্তারি পরীক্ষা করা জরুরি। ছেলে বা মেয়ের এইডস, হেপাটাইটিস বা কোনও যৌন রোগ আছে কি না, তা জানা খুবই দরকার। যাতে তাঁর সঙ্গী সেই রোগে আক্রান্ত না-হয়। তাই বিয়ের আগে অবশ্যই ডাক্তারি পরীক্ষা করান।
পারিবারিক প্রেক্ষাপট যাচাই করে নিনঃ
বিয়ের আগে কনে বা পাত্রের পরিবার সম্পর্কেও খোঁজখবর করা জরুরি। বিশেষ করে যৌথ পরিবারে বিয়ে করলে অবশ্যই খোঁজ নেবেন। তাই পারিবারিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে তবেই বিয়ের দিকে এগোন।
পারিবারিক মেডিক্যাল হিস্ট্রিঃ
পারিবারিক প্রেক্ষাপটের মতো পারিবারিক মেডিক্যাল হিস্ট্রি জানাটাও খুবই জরুরি। কারণ বিশেষ কিছু রোগ বংশগতির মাধ্যমে পরবর্তী প্রজন্মে বিস্তার করে। যেমন অটিজম, মস্তিষ্ক বিকৃতি, হাঁপানি ইত্যাদি। এ সবই আপনার জীবনে প্রভাব ফেলে। তাই খোঁজখবর করে নেওয়াই ভালো।
ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হোনঃ
যাঁর সঙ্গে আপনার বিয়ে হবে তাঁর সঙ্গে ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে খোলাখুলি আলোচনা করুন। এতে বিয়ের পরে সংসার, ক্যারিয়ার ইত্যাদি বিষয়ে সমস্যা কম হবে। এমনকি বাচ্চা কবে নিতে চান এ ব্যাপারেও কথা বলুন। এছাড়াও আপনারা বিয়ের পর যৌথ পরিবারে থাকবেন, নাকি আলাদা থাকবেন, তা-ও বিয়ের আগে আলোচনা করে নিশ্চিত হয়ে নিন।
বিষয়: বিবিধ
২২৯৮ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জারিফা আম্মুর জন্য দোয়া রইলো।
বেশ সুন্দর কবিতা হয়েছে আম্মুটার
উত্তরঃ যারা ব্লগ সাইট পরিচালনা করেন তাদেরকে মডু মামা বলা হয়। হাসপাতাল,ফায়ার সার্ভিসের মত ব্লগ সাইটেও মামাদেরকে রাত দিন ২৪ ঘন্টা ডিউটি পালন করতে হয়। খুব কঠিন চাকরী............
ঝগড়া করিলে ১০০ টাকা জরিমানা
জাস্ট ফান, মাইন্ড কইরেন না
আপনাকে বলিনাই, আপনার প্রোপিকের বাবুটাকে বলছি।
আল ফুল অনেক মদা। তুমি থিকি বল্থ হালিকেন তাত্তু। তুমি ইত্তু ফুল কাবে?
আমাকে থুন্দুল বলার দন্য ধুন্নবাদ সিটিজি৪বিডি তাত্তু
মন্তব্য করতে লগইন করুন