۞۞ দোলনা থেকে বলছি আমি ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৩ জানুয়ারি, ২০১৪, ০৫:০৮:২৫ বিকাল





দোলনা আর কোলে

থাকি আরাম করে।

যখন তখন করি প্রশ্রাব

মা করে দেয় পরিস্কার।

কান্না করি সারাক্ষণ

সবাইকে করি জ্বালাতন।

মাকে ঘুমাতে দিইনা রাতে

কোলে নিয়ে মা রাত জেগে থাকে।

রাগ করে মা রাখে দোলনায়

কান্না ছাড়া আর কোন উপায় নাই।

কান্না শুনে জারিফা বুবু ডাকে মাকে

কাজ ছেড়ে আসবে কি মা আমায় কোলে নিতে?

বুবু করে চিল্লাচিল্লি ছুটে আসে সবাই

এসে দেখে আমি আফরাজ দোলনাতে ঘুমাই।

দাদীও নাকি আমার মত হয়ে গেছে শিশু

দাদি-নাতি দুজন মিলে করি কত কিছু।

বাবা থাকলে আমি কি আর থাকতাম দোলনাতে

দুর প্রবাসী বাবা আমার থাকে আরব দেশে

এসো বাবা এসো, আমায় কোলে নাও

দোলনাতে পিঠ ব্যথা করে বুজে নাতো কেউ।





(আমি আমার পুত্র আফরাজকে নিয়ে কবিতাটি লিখেছি। আমি কবি নই বলে সুন্দর করে কবিতা লিখতে পারি না। আমার কবিতা পড়ে দয়া করে আপনারা হাসবেন না।)

বিষয়: বিবিধ

৪১৮৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162111
১৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৪
রাইয়ান লিখেছেন : আপনার লেখাটির প্রতি ছত্রে ছত্রে এক বাবার আকুতি আর পিপাসা ছড়িয়ে আছে , এই আবেদন পাঠক মনে ছড়িয়ে দিতে কবি হতে হবেনা , এক বাবাই যথেষ্ট !

আফরাজের জন্য অনেক অনেক আদর ..... Happy
১৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৫
116317
সিটিজি৪বিডি লিখেছেন : দুর প্রবাসে আমরা প্রবাসী বাবারা খুব কষ্টে থাকি। প্রিয় সন্তানদেরকে আদর করতে পারিনা বলে আমাদের মন খারাপ থাকে। সন্তানদেরও এই প্রবাসী বাবাদের জন্য খুব একটা টান থাকে বলে মনে হয় না। কারন প্রবাসীরাতো টাকার মেশিন ছাড়া আর কিছুই নয়।
162140
১৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
শারমিন হক লিখেছেন : Rose
১৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
116358
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck
162166
১৩ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ঠিকাছে, হাসলাম না Sad Sad
১৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩৯
116594
সিটিজি৪বিডি লিখেছেন : না হাসার জন্য আপনাকে ধণ্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File