۞۞ দোলনা থেকে বলছি আমি ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৩ জানুয়ারি, ২০১৪, ০৫:০৮:২৫ বিকাল
দোলনা আর কোলে
থাকি আরাম করে।
যখন তখন করি প্রশ্রাব
মা করে দেয় পরিস্কার।
কান্না করি সারাক্ষণ
সবাইকে করি জ্বালাতন।
মাকে ঘুমাতে দিইনা রাতে
কোলে নিয়ে মা রাত জেগে থাকে।
রাগ করে মা রাখে দোলনায়
কান্না ছাড়া আর কোন উপায় নাই।
কান্না শুনে জারিফা বুবু ডাকে মাকে
কাজ ছেড়ে আসবে কি মা আমায় কোলে নিতে?
বুবু করে চিল্লাচিল্লি ছুটে আসে সবাই
এসে দেখে আমি আফরাজ দোলনাতে ঘুমাই।
দাদীও নাকি আমার মত হয়ে গেছে শিশু
দাদি-নাতি দুজন মিলে করি কত কিছু।
বাবা থাকলে আমি কি আর থাকতাম দোলনাতে
দুর প্রবাসী বাবা আমার থাকে আরব দেশে
এসো বাবা এসো, আমায় কোলে নাও
দোলনাতে পিঠ ব্যথা করে বুজে নাতো কেউ।
(আমি আমার পুত্র আফরাজকে নিয়ে কবিতাটি লিখেছি। আমি কবি নই বলে সুন্দর করে কবিতা লিখতে পারি না। আমার কবিতা পড়ে দয়া করে আপনারা হাসবেন না।)
বিষয়: বিবিধ
৪২১১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আফরাজের জন্য অনেক অনেক আদর .....
মন্তব্য করতে লগইন করুন