۞۞ বিয়ের পরে ভাই-বোন পর হয়, শালা-শালী আপন হয়। কেন? ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৮ জানুয়ারি, ২০১৪, ০৫:৩২:১৮ বিকাল





এক বিবাহিত ভদ্রলোক দুবাইতে থাকেন। বাংলাদেশ থেকে ওনার প্রিয় শালাদেরকে ভিসা দিয়ে নিয়ে এসে দুবাইতে বিভিন্ন কোম্পানীতে কাজ দেন। ভদ্রলোকের ছোট ভাই অনেক বছর ধরে দেশে বেকার। একবার আমাকে আপসোস করে বলেছিল, আমি যদি আমার ভাইয়ের ভাই না হয়ে শালা হতাম তাহলে আমাকেও বিদেশ নিয়ে যেত। ওনার এই কথাটা আমি এখনো মনে রেখেছি। অনেক মূল্যবান কথা বটে।

অপ্রিয় হলেও সত্য যে, বিয়ের পরে কিছু কিছু মানুষ দ্রুত বদলাতে থাকে। কোন এক অদৃশ্য শক্তির ইশারায় নিজের ভাই-বোনদেরকে পর ভাবতে শুরু করে। বিভিন্ন কারনে-অকারনে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে এক সময় ভাই-বোনদের সাথে দুরত্ব বাড়তে থাকে। তখন শালা-শালীরা হয়ে উঠে আপনজন। তাদের জন্য সব কিছু উজাড় করে দিতে পারলেই নিজেকে ধন্য মনে করে। অনেকে নিজের ঘর ছেড়ে শশুরবাড়ীর লোকজনদের সাথে বসবাস করে।

এই কাজটি যারা করে তাদের মনে রাখা উচিত যে, বিয়ের আগে ভাই-বোনদের সাথে মিলেমিশে সুখে-দুঃখে একাকার হয়ে বসবাস করার স্মৃতি খুব সহজে ভুলে যাওয়া ঠিক নয়। বিয়ের পরে ও ভাই-বোনদেরকে নিয়ে সুন্দরভাবে একত্রে বসবাস করা উচিত। সংসারে সামান্য ভুল-বুঝাবুঝি থাকতেই পারে। হাসি-মুখে সমাধান করলে কোন সমস্যা থাকার কথা নয়।

নিজের বেকার ভাইয়ের কর্মসংস্থান করে অবিবাহিত বোনকে বিয়ে দিয়ে তারপর নিজের প্রিয় শালা-শালীদেরকেও সেবা দেয়া যেতে পারে। এতে করে পরিবার-আত্বীয়-স্বজন ও সমাজে মান-মর্যাদা আরো বাড়বে। আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুন। আমিন।

বিষয়: বিবিধ

৫৯৯৪ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160432
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৪
সিটিজি৪বিডি লিখেছেন : আজ সকালে ফেইসবুকে ও অন্য একটি ব্লগ সাইটে লিখাটি শেয়ার করি। অনেকে গুরত্বপূর্ন কমেন্টেস করেছেন।

নীড়হারা পাখি বলেছেনঃ
এই ধরনের পরিস্থিতির জন্য আমরা সবসময়ই স্ত্রী নামক মহিলাটির দোষ দিয়ে থাকি। তবে এটাও ঠিক মহিলারা সাধারনত আত্নকেন্দ্রিক হয়ে থাকে। তারা সবসময়ই নিজের মা বাবা ভাই বোনদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকতে চায়। কিন্তু স্বামী নামের সেই পুরুষটিরও উপলব্ধি করা উচিত যে আমি শুধু কারো স্বামী বা কারো জামাতা বা করো ভগ্নিপতি নই। কারো ভাই এবং কারো ছেলেও বটে। এবং এদের প্রতিই আমার কর্তব্য ও দায়িত্ব অনেক বেশী। এদের প্রতি পূর্ণ দায়িত্ব পালনের পর যদি আমার সামর্থ্য থাকে তাহলে স্ত্রী পক্ষের আত্নীয়দের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারি। স্বামী নামের পুরুষটির উচিত কখনো নিজে স্ত্রীর হাতের পুতুল না বনা। আমাদের সমাজের অনেক পুরুষ কে দেখা যায় বিয়ের পর তারা স্ত্রীর হাতের পুতুল বনে যায়। তখন তাদের ভালোমন্দ বিচার করার হিতাহিত জ্ঞান থাকে না। বিবেক স্বত্তা লোপ পায়। তখন তারা সবকিছুই স্ত্রীর চোখ দিয়ে দেখে, স্ত্রী যা বলে তাই ন্যায় তাই সত্য আর পৃথিবীর বাকী সবার কথা অন্যায় ও মিথ্যা। তখন ঐ পরিবার থেকে শান্তি নামক বায়বীয় জিনিসটি উধাও হয়ে যায়। ঠিক তেমনি ভুক্তভোগী আমার পরিবার।
===========================
নক্‌শী কাঁথার মাঠ বলেছেনঃ
বিয়ের পর মানুষ ঠিক কোন দিক দিয়ে বদলে যায় নিজেও টের পায়না, নিজের চোখে পরিবর্তনটা ধরা পড়েনা আরকি। একেকজন একেক ভাবে বদলায়।
============================
নতুন বলেছেনঃ
বিয়ে মানুষের জীবনে একটা বড় পরিবত`ন....

তার প্রভাব সবকিছুতেই পড়বে...

পরিবারের সবাই যদি চেস্টা করে মিলেমিশে থাকবার তবে তা সম্ভব... কিন্তু বেশির ভাগ সময়েই হয়ে উঠেনা...

পরিবারে ক্ষমতার প্রভাব বিস্তার>>>নতুন কাউকে মেনে নেয়ার ব্যপার...>> ইগো প্রবলেম>> যৌতুক>>

তাই নিজের মাঝে পরিবারে অশান্তি আর সমস্যা বনাম শালা/শালীদের আদরে মাঝে মানুষ >> আদরের দিকেই ঝুকে পরতেই পারে...

বিয়ের পরে নতুন বউ আর ছেলেকে বুঝতে চেস্টা করাও কিন্তু পরিবারের দায়িত্ব...
============================
Ekramul Hoque বলেছেনঃ
মানুষের ক্ষুদা যতটা না পেটে তার চাইতে বেশী ক্ষুদা তার চোখে, পেটের ক্ষুদা মেটানো যায় ২টা রুটি দিয়ে, চোখের ক্ষুদা মেটে না সারা পৃথিবী দিয়ে, মিটে শুধু কবরের মাটি দিয়ে। আর এই অসম্ভব ক্ষুদার কাছে হার মানে সমস্ত বন্ধন, মায়া- মমতা, ভালবাসা ইত্যাদি। মায়া- মমতা, ভালবাসার এই সুন্দর বন্ধনগুলির সামনে যদি অসম্ভব ক্ষুদা পরাজিত হত তা হলে ভাইয়ে ভাইয়ে কেন কোন সম্পর্কই নষ্ট হত না।
160435
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৯
এক্টিভিষ্ট লিখেছেন : ভাইরে আমার তো কোন শালী নাই। আপ্সুস Crying Crying Crying
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৬
114860
সিটিজি৪বিডি লিখেছেন : এখনো বিয়ে করেন নাই.
তাই আপনার শালী নাই.
160437
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪০
জোছনার আলো লিখেছেন : নীড় হারা পাখির সাথে আমিও একমত।


কিন্তু আমার হ্যাসবেন্ড এর শালা-শালী নেই, আমারো ননদ,দেবর নেই। তাই আমাদের দুজনে কাছেই নিজের ভাই বোন বেশি আপন! Love Struck
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৯
114862
সিটিজি৪বিডি লিখেছেন : আপনার সাথে ঝগড়া করার কেউ নাই..
ওরে বাপরে শালা-শালীরা যা দুষ্টামী করে না..আমার একমাত্র শালা একদিন আমাকে বলেছিল ভাইয়্যা আপনার ল্যাপটপে কি গান আছে? আমি তাকে বলেছিলাম..গান নাইরে ভাই ..তবে ইসলামী সঙ্গীত আছে..জারিফার নানী এই কথা শুনতে পেয়ে বলেছিল.......আমার ছেলেকে একটু দু'আ করে দাও............হাহাহা..এবার বুঝুন আমি কেমন দুলাভাই...
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৮
115057
জোছনার আলো লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০১
115702
সিটিজি৪বিডি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
160441
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৯
আজব মানুষ লিখেছেন : িঠকই আছে Winking
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৪
114866
সিটিজি৪বিডি লিখেছেন : কি ঠিক আছে বিস্তারিত বুঝাইয়া কন নানা.. আপনার ফেইসবুকে মুলার ছবি দেখে লোভ সামলাতে পারি নাই বলে দুপুরে সত্যিই মুলা+গোস্ত দিয়ে ভাত খেয়েছি।
160443
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,আপনার লিখার বিষয়টা অনেক গুরুত্ব পূর্ণ
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২২
114876
সিটিজি৪বিডি লিখেছেন : বিষয়বস্তুর মর্মবাণী আপনি/নবী ভাই/নানা ভাই/লোকমান ভাই এখনো বুঝবেন না। হাহাহা
160444
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
আফরোজা হাসান লিখেছেন : জ্বী এই ব্যাপার গুলো খুব দেখা যায় প্রবাসেও। নিজের পরিবারকে অসহায় ফেলে অনেকেই শ্বশুরবাড়ির সেবায় আত্মনিয়োগ করেন। আসলে শরীয়তের পরিপুর্ণ জ্ঞান না থাকার কারণেই এই সমস্যাগুলো বেড়ে চলছে।
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
114877
সিটিজি৪বিডি লিখেছেন : কি আর বলব..আমাদের সমাজের পরিবারগুলোতে এখন আর আগের মত দয়া-মায়া-ভালবাসা নাই বললেই চলে। সবাই শুধু বউ নিয়ে একা থাকতে চায়...
160448
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
মাই নেম ইজ খান লিখেছেন : আজ থেকে প্রায় ১২-১৫ বছর আগে এই প্রশ্নটা অবুঝ মনকে কতোটা যে বিদ্ধ করতো তা কেবল ভুক্তভোগীরাই জানে।

মহান আল্লাহ আমাদের সবাইকে পরিবার-পরিজনদের মাঝে সমতা ও ন্যায়ানুগ অবস্থা বজায় রাখার তাওফীক দিন।
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
114878
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন-------------আমিন।
160461
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
বুড়া মিয়া লিখেছেন : এটা বেশীরভাগ ক্ষেত্রেই হয় কিছু অমানুষ বউদের কারণে – যারা জীবনের মানে বুঝে না। যেসব ভাইয়েরা এধরণের বউ পায় তাদের কষ্ট আপনি বুঝবেন না – যদি আপনি সেরকম না পেয়ে থাকেন।

তবে আমার দৃষ্টিতে ঐ ধরণের বউদের তাড়িয়ে দেয়া উচিৎ (পোলাপান হয়ে গেলেও) - যা পারে কইরা খাউক গিয়া নয় আরেকখানে বিয়া বহুক গিয়া – অনেকেই এটা করে না – এভাবে সমাজে এটা বাসা বেধেছে আজকাল এবং নারীদের কূট-ছলনা প্রশ্রয় পেয়ে যাচ্ছে – ভুক্তভোগী-ভাইয়েরা ওদেরকে তাড়িয়ে না দেয়ার কারণে।
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
114880
সিটিজি৪বিডি লিখেছেন : আমার দুই বিবাহিত প্রবাসী ভাই বউ নিয়ে যন্ত্রনায় আছে......তারা প্রবাসে চলে আসলেই বউ চলে যায় বাপের বাড়ীতে। এই নিয়ে তাদের সংসারে চলছে ঝগড়াঝাটি...আমি তাদেরকে শান্ত থাকতে বলি। কিন্তু এই ভাবে আর কয়দিন?
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
114884
বুড়া মিয়া লিখেছেন : দেরী করার দরকার নাই – তাড়িয়ে দিক; ইসলামী মাইন্ডেড মেয়ে এবং পরিবার দেখে আরেকটা বিয়ে করুক তারা।

আমি এখানে জামতী মেয়ে খুজতেছি; কিন্তু জামাতী ভাইয়েরা মনে হয় নাই মেয়ে দেয়ার জন্য; এভাবেতো হবে না। তাদের পরিবার গঠনে এগিয়ে আসতে হবে সবার আগে – নইলে সমাজ বদলাবে কিভাবে? তারপর রাষ্ট্র নিয়া চিন্তা করতে হবে।
160474
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
নাহিদ লিখেছেন : এরকম ঘটনা দু:খজনক, কিন্তু এর পেছনেও অনেক কারণ থাকতে পারে।

ভদ্রলোকের ছোটভাই কি কখনো তাকে বলেছেন যে সে বিদেশে যেতে চায় ? এমনও তো হতে পারে ছোটভাই অলস, অথবা নাকউঁচু স্বভাবের, বিদেশে গিয়ে খেটে খেতে চায়না, বা তার কোন যোগ্যতা নাই। অথবা হয়তো ছোটভাইয়ের ইচ্ছা দেশে সেটেল হওয়ার, আর শ্যালকদের ইচ্ছা বিদেশে যাওয়া। এজন্য শ্যালকদের বিদেশে নিয়ে গিয়েছেন, আর ছোটভাইকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছেন, বা ভবিষ্যতে তাকে সাহায্য করবেন বলে ঠিক করে রেখেছেন।

এরকম আরেকটা ঘটনা দেখা যায় প্রবাসীদের ক্ষেত্রে যখন তারা দেশে আসে। শ্বশুরবাড়ীর জন্য কোন গিফট আনলে নিজের বাড়ির লোকজন মনে করে শ্বশুরপক্ষদের বেশী গুরুত্ব দেয়া হচ্ছে। আবার নিজের বাড়ীর জন্য গিফট আনলে শ্বশুরবাড়রি লোকজন ভাবে, আমরাতো পর, তাই আমাদের জন্য কিছু আনেনি।

আমার ধারণা, এসকল সমস্যার মূল কারণ হচ্ছে - বাবা মা বউকে নিজের মেয়ের মতো নয়, বরং অন্য বাড়ির মেয়ে হিসেবে দেখে; এবং শ্বশুরবাড়ির লোকজন তাদের জামাইকে নিজের ছেলের মতো মনে করে সবটুকু অধিকার আদায় করে নিতে চায়। এই উভয়পক্ষের দ্বন্দের ফলে ছেলে মেয়ের নতুন সংসারে অশান্তির বীজ রোপিত হয়। তার উপর ছেলে যদি হয় প্রবাসী, তাহলে এই সমস্যা অনেকগুণ বেড়ে যায়।
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
114895
সিটিজি৪বিডি লিখেছেন : যত সমস্যা এই প্রবাসীদের...সুন্দর মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ।
১০
160518
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০০
উম্মু রাইশা লিখেছেন : এরকম হলে খারাপ।আমি দেখেছি ভাল ছেলেরা অন্যদিকে বাড়াবাড়ি করে। নিজের মাবাবা,ভাইবোনকে মাথায় তুলে রাখতে গিয়ে বউকে যত পারে অপমান করতে থাকে। ওয়াইফের কেও বাসায় আসলে রাগ হয়ে যায়,
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩১
114907
সিটিজি৪বিডি লিখেছেন : বিয়ের পরে নিজের বাবা-মাকে খুশীতে রাখতে হবে। অন্যদিকে শশুর-শাশুড়ীকেও সম্মান করতে হবে। কিন্তু অনেক শিক্ষিত পরিবারে বিয়ের পর শুরু হয় ঝগড়া-বিবাদ। বউ নেমে পড়ে শাশুড়ীর বিরুদ্ধে..শাশুড়ী পুত্রবধু কে সহ্যই করতে পারে না। আরো কত যে নাটক চলে..বলে শেষ করা যাবে না।
১১
160665
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১২
রেহনুমা বিনত আনিস লিখেছেন : যেকোন ক্ষেত্রেই সাফল্য লাভের মূল চাবিকাঠি হোল ব্যালেন্স করা। যে যত ভাল ব্যালেন্স করে চলতে জানবে সে তত বেশি সফল হবে। Happy Rose Rose
০৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৪
115143
সিটিজি৪বিডি লিখেছেন : আপা, বিয়ের পরে অনেক ভাই ব্যালেন্স ঠিক রাখতে পারে না..
১২
160744
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৪
আবু আশফাক লিখেছেন : আমার যত সুবিধা। শালা-শালী নেই। সবগুলো বউয়ের বড় (২+৬)। বউয়ের বড়, মাগার আমার ছোট (মামাত ভাই) ভাইটাকে বলি তুই আমারে দুলাভাই কইবি। ও খুশির সাথে আমারে দুলাভাই ডাকে!!

আমার বড় দুই ভাইয়ের মধ্যে আপনার বর্ণিত ভাইদের মতো কেউ নন; সিস্টেমটা সম্পর্কে ভালো জানি না।
তবে বন্ধু-বান্ধবদের মধ্যে কারো কারো পরিবারে এমন সমস্যার কথা শুনি।
০৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৫
115144
সিটিজি৪বিডি লিখেছেন : আমার মনে অনেক দুঃখ অপ্রিয় হলেও সত্য যে শালা-শালীর কেউ আমাকে দুলাভাই বলে ডাকে না। হাহাহা--
১১ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১০
115569
আবু আশফাক লিখেছেন : একই দুঃখে স্বাভাবিক নিয়মে যার নাম ধরে ডাকার কথা, তাকেই বাধ্য করছি দুলাভাই ডাকতে। হাহাহা--
১৩
160978
১০ জানুয়ারি ২০১৪ রাত ০৪:০২
ভিশু লিখেছেন : ভালো একটি দৃষ্টি আকর্ষণ!
Happy Good Luck
রেহনুমা ম্যাডাম রিমেডি বলে দিয়েছেন!
১১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০২
115704
সিটিজি৪বিডি লিখেছেন : আপু হচ্ছেন আমাদের অভিভাবক। ওনার কাছ থেকে আমরা সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে থাকি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File