===জারিফার ছড়াঃ রাগ করেছি বাবার উপর কেন দেশে আসে না ===
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৭ জানুয়ারি, ২০১৪, ০৬:১১:১৮ সন্ধ্যা
আদরের ছোট ভাই আফরাজ তার নাম
আমার আদরে ভাগ বসিয়েছে বলে করি তার বদনাম।
মা বলে আয় আফরাজ বাবা বলে বাপজান
আমার খবর রাখেনা কেউ তাই আমি পেরেশান।
রাগ করেছি বাবার উপর কেন দেশে আসে না
সবার বাবার ঘরে ফিরে বাবা কেন ফিরে না।
বাবা থাকে দুবাইতে সেটা নাকি বহুদুরে
ইচ্ছে করে বাবার কাছে আজি চলে যেতে।
(ব্লগে আমার প্রিয় কবিদের কবিতাগুলো পড়তে খুব ভাল লাগে। আমার ও ইচ্ছে করে ওনাদের মত কবিতা লিখতে-------
প্রিয় কবিদের দু'আ চাই।
কবিতার ভাষায় মনের কথা প্রকাশ করতে চাই)
বিষয়: বিবিধ
২১৯৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয়ে গেছে কড়া
আমি এখন পালাই।
ভাই যে তোমার বড় আপনজন।
আমিও সবার জন্য দুৎআ করি সারাক্ষন
শরমে মরি
দুৎআ চাই সবার দু'আ চাই
ইজ্জতের সাথে যেন মৃত্যু পাই
একদিন ডাকবে,
পোলার বাপে সেই দিন,
প্রবাস ছেড়ে ভাগবে৷
আপনারা যারা জামাল ভাইকে নিয়ে খারাপ কিছু বলেন তবে আমি কিন্তু কান্না করে বাড়ি ছলে যামু।
http://www.bdtomorrow.org/blog/blogdetail/detail/6229/Zurich/35056
মন্তব্য করতে লগইন করুন