টুডে ব্লগে ১২ মাস পূর্ণ হলো
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৮ ডিসেম্বর, ২০১৩, ১১:৪৪:০০ সকাল
১ জানুয়ারী ২০১৩ টুডে ব্লগে এসেই প্রথম পোষ্ট দিয়েছিলাম। প্রথম প্রথম ব্লগারও পাঠক সংখ্যা কম হলেও আল্লাহর রহমতে বর্তমানে টুডে ব্লগ বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বিভিন্ন বাধা পেরিয়ে টুডে ব্লগ সামনে দিকে এগিয়ে চলেছে। বাংলাদেশের চলমান রাজনীতির গরম গরম খবরের চিত্রসহ সঠিক তথ্য পেতে সবাই টুডে ব্লগের সাথেই থাকেন। বাধাহীন লেখার অঙ্গীকার নিয়ে টুডে ব্লগের যাত্রা শুরু হয়েছিল বলে আজ পর্যন্ত আমরা কোন বাধার সম্মুখিন হইনি। আশাকরি আগামীতেও শত শত বাধা অতিক্রম করে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আজকের এই খুশীর দিনে টুডে পরিবারের সদস্য-ব্লগার-পাঠক সবাইকে আমার পক্ষ থেকে সালামও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভাল থাকুন। দেশকে ভালবাসুন। দেশের মানুষদেরকে ভালবাসুন। দেশের কল্যানে কাজ করুন। (সিটিজি৪বিডি)
ব্লগ হচ্ছে- আলোকিত মানুষ তৈরীর ফ্লাটফর্ম
একটা কথা আছে" সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিভিন্ন ধরনে ব্লগ সাইট আছে। ভাল সাইটের তুলনায় খারাপ সাইটে সংখ্যা বেশী। তাই কোন ব্লগে নিয়মিত ব্লগিং করলে ভাল হবে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে। একটি ভাল ব্লগ সাইটে নিয়মিত ব্লগিং করতে পারলে নিজের জীবনকে পরিবর্তন করা খুব সহজ। ভাল মানুষের সংস্পর্শে এসে আলোকিত মানুষ হওয়া সময়ের ব্যাপার মাত্র।
যারা ব্লগ জগতের সাথে পরিচিত নয় তারা যদি আপনাকে প্রশ্ন করে " ভাই ব্লগ কি জিনিষ? তখন কি উত্তর দিবেন? (লিখেছেন সিটিজি৪বিডি ০১ জানুয়ারি, ২০১৩)
বিষয়: বিবিধ
১৫৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন