পরিবারের সদস্যদের ছবি শুধুমাত্র পরিবারও আত্বীয়-স্বজনদেরকে কিভাবে শেয়ার করবেন?
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৫ ডিসেম্বর, ২০১৩, ০১:০৭:০৯ দুপুর
Q. পরিবারের সদস্যদের ছবি শুধুমাত্র পরিবারও আত্বীয়-স্বজনদেরকে কিভাবে শেয়ার করবেন?
=========================
A. প্রথমে আপনার ফ্রেন্ডলিষ্টকে বিভিন্ন ক্যাটাগরীতে সাজিয়ে নিন। Family & Relative নামক একটি লিষ্ট বানিয়ে সেই লিষ্টে পরিবারের সদস্য ও আত্বীয়-স্বজনদেরকে রাখুন। পরিবারের ছবি ফেইসবুকে শেয়ার করতে চাইলে ছবিগুলো শুধুমাত্র Family & Relative লিষ্ট এ সিলেক্ট করুন। এই ছবি অন্যরা আর দেখতে পারবে না। পরিবারের ছবি অন্যদেরকে শেয়ার করা উচিতও নয়।
=========================
ফেইসবুকের ফ্রেন্ড লিস্টকে যেভাবে সাজিয়ে রেখেছিঃ
۞ Family & Relative (পরিবারের সদস্যও আত্বীয়-স্বজন)
۞ Close Friends (যাদের পোষ্ট বেশী ভাল লাগে)
۞ Blogger (প্রিয় ব্লগার)
۞ CBF (Blogger) (সিবিএফ এর লিডাররা)
۞ Sister (চেনা-অচেনা অনেক বোন)
۞ Bangladesh ( বাংলাদেশে বসবাসরত)
۞ Dubai (দুবাইতে বসবাসরত)
۞ Ohter (যাদেরকে সাথে কোন পরিচয় নাই)
۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন