প্রবাস নামক কারাগারে বন্দীদের জীবনযাপন কেমন?

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৩ ডিসেম্বর, ২০১৩, ০৪:৩৮:২৭ রাত



প্রবাস নামক কারাগারে বন্দীদের জীবনযাপন কেমন?

সারা বিশ্বে ১ কোটির ও বেশী বাংলাদেশী বসবাস করছে। এই প্রবাসীরা মধ্যে প্রাচ্যের দেশগুলোতে বেশী আছে। তাদের বেশীর ভাগ অদক্ষ শ্রমিক ও কম বেতনের কাজ করে। এই শ্রমিকদের বাসস্থান অত্যন্ত নিন্মমানের। এক একটি রুমে দশ থেকে বিশজন পর্যন্ত থাকে। দুই রুমের জন্য একটি টয়লেট। এক একটি রুমের চিত্র দেখলে মনে হয় এক একটি কারাগার। কারাগারে যেমন সবাইকে গাদাগাদি করে থাকতে হয়। এই দুর প্রবাসেও তাদেরকে এই ভাবে থাকতে হয়। মাস শেষে যা পায় তাই দিয়ে কোন রকমে সংসার চালিয়ে চালায়। ২ বছর পর মাত্র কিছু দিনের জন্য তারা দেশে গিয়ে পরিবারের সাথে থাকার সুযোগ পায়। কারো কপালে তাও জোটে না ভিসা নাই বলে। প্রতিদিন বাংলাদেশে প্রবাসীদের লাশ আসছে। এই লাশের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বেশীর ভাগ প্রবাসী টেনশনেই মৃত্যু বরণ করে। আসুন না এই প্রবাসী ভাইদের জন্য আমরা দু'আ করি।

মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই প্রবাসী

বিষয়: বিবিধ

১৪২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File