۞۞ ফেইসবুক/ব্লগে বিকৃত ছবি শেয়ার করা থেকে বিরত থাকুন ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৩ ডিসেম্বর, ২০১৩, ০১:৩৭:৩০ দুপুর
ইদানিং কিছু কিছু ফেইসবুক ফ্রেন্ড রাজনীতিবিদদের ছবি বিকৃত করে সবাইকে শেয়ার করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই কাজটি না করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুন্দর ভাষায় যে কারো সমালোচনা করতে পারেন। কোন আপত্তি নাই। কিন্ত নোংরা ও বিকৃত ছবি শেয়ার করে আমাদেরকে বিপদে ফেলবেন না। প্লিজ-------------------
ফেইসবুকে আমাদের ফ্রেন্ড লিস্টে সকল দলের সমর্থক আছে। তাই দলীয় কোন কিছু শেয়ার করতে হলে ভেবে চিন্তে শেয়ার করতে হবে। ব্লগেও অনেকে বিকৃত ছবি শেয়ার করে থাকে। আশাকরি মডু ভাইয়েরা বিকৃত ছবি শেয়ারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবেন।
অশ্নীল ও অশ্রাব্য কথা বলা বারণঃ
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বর্ণনা করেন, রাসুলে আকরাম (সাঃ) বলেছেনঃ মুমিন কখনো ব্যঙ্গ-বিদ্রুপকারী ও তিরস্কারকারী হতে পারে না। তেমনি সে হতে পারে না লা'নতকারী, অশ্নীলভাষী ও প্রলাপকারী । তিরমিযী)
বিষয়: বিবিধ
১২৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন