۞۞ কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ) চট্টগ্রাম’র কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির সবাইকে আরব আমিরাতের ব্লগারদের পক্ষ থেকে অভিনন্দন ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৮ নভেম্বর, ২০১৩, ০৭:৩৭:২৯ সন্ধ্যা
"মুক্ত মত মুক্ত পথ" এই শ্লোগানকে লালন করে ব্লগারদের অরাজনৈতিক সংগঠন "কমিউনিটি ব্লগার ফোরাম" (সিবিএফ) সময়ের সাথে সাথে এগিয়ে চলেছে ।
গত ১লা নভেম্বর’২০১৩ ইং শুক্রবার এক আন্তরিকতা পূর্ণ ঈদ-পুণর্মিলনী অনুষ্ঠান ও সম্মেলনের মাধ্যমে কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ) চট্টগ্রামের কমিটি ঘোষণা করা হয় ।
۩ ۩ পূর্ণাঙ্গা কার্যকরী কমিঠি নিম্নরূপ:۩ ۩
========================
► সভাপতি: চাটিগাঁ থেকে বাহার
► সহ-সভাপতি: আনোয়ার আলী (এডভোকেট)
► সাধারণ সম্পাদক: হেলাল এম রহমান
► যুগ্ম-সম্পাদক: মামুন সিদ্দিক
► সাংগঠনিক সম্পাদক:মোহাম্মদ আশিকুর রহমান
► অর্থ-সম্পাদক: কামাল উদ্দিন
► সহ-অর্থ সম্পাদক: মামুন শাকুর
► প্রচার সম্পাদক: মোহাম্মদ শামীম
► সহ-প্রচার সম্পাদক: আবু ওবায়দা আরাফাত
► সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: হাসান বিন নজরুল
► সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: আলমগীর মোহাম্মদ সিরাজ
► সমাজ সেবা সম্পাদক: কে এম জিয়াউদ্দীন ফাহাদ
► আইটি সম্পাদক: মাহমুদুল হাসান
► সংস্কুতি সম্পাদক: রিদোয়ান কবির সবুজ
► শিক্ষা সম্পাদক: ব্লগার মাটির মানুষ
► সহ-শিক্ষা সম্পাদক: মোহাম্মদ নজরুল ইসলাম
কার্যকরী সদস্য:
► আরফাত এইচ বিপ্লব
► আক্তার হোসেন রাসেল
► সৈয়দ সালাউদ্দীন মাহমুদ
► ওবায়েদুল্লাহ সোহেল
► ডিউরডান্ট ডি শিমুল
► জুনায়েদ কৌশিক
► আবু সুফিয়ান জুনিয়র
► আবদুল্লাহ আল মামুন প্রমুখ ।
۩ ۩ :উপদেষ্টা কমিটি: ۩ ۩
===================
► প্রফেসর সরকার সেলিম
► প্রফেসর মোজাম্মেল হক
► প্রফেসর ড.বিএম মফিজুর রহমান
► প্রফেসর ড.আ.ফ.ম খালিদ হোসেন
► প্রফেসর আমিনুল হক
► প্রফেসর ড.একেএম শাহেদ
► ব্লগার শিকদার
আরব আমিরাতে বসবাসরত ব্লগারদের তালিকাঃ
1. নজরুল ইসলাম টিপু
2. মোহাম্মদ লোকমান
3. সিটিজি৪বিডি (মোহাম্মদ জামাল উদ্দীন)
4. প্রবাসী আব্দুল্লাহ শাহীন
5. সান বাংলা
6. সৈয়দ নূর কামাল
7. প্রবাস জীবন
8. হাশেমি
9. শরীফ মিরাজ
10. জুমানা
11. ওসমানগণি
12. ইসমাঈল
ফেইসবুকে চট্টগ্রাম সিবিএফঃ
CBF-Chittagong
আরব আমিরাতের ব্লগারদের পক্ষ থেকে সিবিএফ চট্টগ্রাম কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির সবাইকে অভিন্দন জানাচ্ছি। আশাকরি সিবিএফ কমিটির কার্যক্রম বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বময় ছড়িয়ে পড়বে। সবাই ভাল থাকুন।
বিষয়: বিবিধ
১৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন