۞۞ দুবাইতে অনেক কিছুই নাই ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৪ নভেম্বর, ২০১৩, ০৯:৩৭:১৯ রাত



১. লোডশেডিং নাই

২. রাজনীতি নাই

৩. মিটিং নাই, মিছিল নাই

৪. হরতাল নাই

৫. ফুটপাতে অবৈধ দোকান নাই

৬. আবাসিক এলাকায় কলকারখানা নাই

৭. ক্যাসেটের দোকানে উচ্চস্বরে গানের আওয়াজ নাই

৮. বৃষ্টি নাই (বছরে মাত্র কয়েকফোটা পড়তে দেখি)

৯. চাঁদাবাজ নাই, টেন্টারভাজ নাই

১০. হত্যা করে ধরা পড়লে রক্ষা নাই

১১. বেশীর ভাগ প্রবাসীর ফ্যামেলী নাই

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আরব আমিরাত সরকার গত এক বছর ধরে বাংলাদেশীদের জন্য ভিসা প্রদান বন্ধ রেখেছে। শুধুমাত্র বিনিয়োগকারীরা ভিসা পাচ্ছে। কবে আবার চালু হবে কেউ বলতে পারছে না। এমতাবস্থায় আরব আমিরাতে বিশাল জব মার্কেট অন্যদেশের দখলে চলে যাচ্ছে। আর আমাদের দেশের প্রবাসীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অনেক ভাই ভিসা সংক্রান্ত জটিলতায় দেশে ফিরে যাচ্ছে। যারা নতুন দোকান খুলছে তাদেরকে বাধ্য হয়ে অন্য দেশ থেকে শ্রমিক আমদানী করতে হচ্ছে। প্রবাসীদেরকে নিয়ে সরকারের কোন মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না।

আরো খারাপ সংবাদ হচ্ছে যে, এক্সপো ২০২০ তে বাংলাদেশ নাকি রাশিয়াকে ভোট দিবে। এই খবরে আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশীদের মধ্য আতন্ক ছড়িয়ে পড়ছে। দুবাইকে ভোট না দিলে আমিরাত সরকার নতুন ভিসা বন্ধের পাশাপাশি পুরাতন ভিসা নবায়ন না করার ঘোষনা দিতে পারে। বাংলাদেশ হারাবে আরব আমিরাতের বিশাল শ্রম বাজার----আমরাও কিছুদিন পর জবলেস হবো---------কোথায় যাব একমাত্র আল্লাহ জানেন------------------------

বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File