۞۞ যারা কুকর্মের ষড়যন্ত্র করে তাদের ব্যাপারে হুশিয়ারী ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৯ নভেম্বর, ২০১৩, ০৫:১৯:৩৮ বিকাল
যারা কুকর্মের ষড়যন্ত্র করে তারা কি এ বিষয়ে নিশ্চিত আছে যে, আল্লাহ তাদেরকে ভুখন্ডে বিলীন করবে না অথবা এমন দিক হতে শাস্তি আসবে না যা তাদের ধারনাতীত? (সুরা নাহল: আয়াত-৪৫)
মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে, তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করবো এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ট পুরস্কার দান করবো। (সুরা নাহল: আয়াত-৯৭)
যখন তুমি কুরআন পাঠ করবে, তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে। (সুরা নাহল: আয়াত-৯৮)
যারা অজ্ঞতাবশতঃ মন্দ কর্ম করে অতঃপর তওবা করে ও নিজেদেরকে সংশোধন করে নেয় তাদের জন্য তোমার প্রতিপালক অবশ্যই অতি ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা নাহল: আয়াত-১১৯)
নিশ্চয় আল্লাহ তাদেরই সঙ্গে আছেন, যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মপরায়ণ। (সুরা নাহল: আয়াত-১২৮)
সুরা নাহল এ উপরোক্ত কয়েকটি আয়াতে আল্লাহ তায়ালা কতগুলো গুরত্বপূর্ন বিষয় বর্ণনা করেছেন।
۞ যারা কুকর্মের ষড়যন্ত্র করবে আল্লাহ তায়ালা তাদেরকে কঠিন শাস্তি দিবেন।
۞ যারা সৎকর্ম করবে আল্লাহ তায়ালা তাদেরকে পুরস্কিত করবেন।
۞ যারা মন্দ কাজ করে নিজেদেরকে সংশোধন করার জন্য তওবা করে আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষমা করে দিবেন ।
۞ যারা সৎকর্ম করে আল্লাহ তাদের সঙ্গেই আছেন।
তাই প্রাত্যহিক জীবনে আমাদেরকে সৎকর্ম করতে হবে। মন্দ কাজ থেকে দুরে থাকতে হবে। সকল প্রকার কুকর্মের ষড়য্ন্ত্র থেকে দুরে থাকতে হবে।
হে আল্লাহ তায়ালা আমাদেরকে কুরআনের অর্থসহ পড়ার তওফিক দান করুন। আমিন।
বিষয়: বিবিধ
১৩৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন