۞۞ মৃত্যুর ওপারে ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৪ নভেম্বর, ২০১৩, ০৫:৩৭:৪৮ বিকাল



মৃত্যুর সময় আজরাঈল (আঃ) হাজির হয়।

তার সাথে থাকে সাহায্যকারী ফিরিশতা।

সে সময় মৃত্যুদুতের ভয়াল চেহেরা দেখা আক্ষরিক অর্থেই এক বড় শাস্তি।

পাপিষ্টদের রূহ কবজ করার সময় রুদ্র মুর্তি ধারণ করে। সেটা দেখে সহ্য করা শক্তিমান মানুষের জন্য ও অসম্ভব।

একবার হযরত ইব্রাহিম (আঃ) আজরাঈল (আঃ) কে বললেন, “তুমি অবিশ্বাসীদের যে চেহেরা দেখিয়ে জান কবজ করো তা আমাকে দেখাও।” আজরাঈল (আঃ) বলেন, “আপনি তা সহ্য করতে পারবেন না ।”

ইব্রাহিম (আঃ) বললেন, “আমি তা পারব।”

আজরাঈল (আঃ) বললেন, “ ঠিক আছে। আপনি অন্যদিকে মুখ ফেরান।”

আজরাঈল (আঃ) বললেন, “আচ্ছা, এবার আমার দিকে মুখ ফেরান।”

ইব্রাহিম (আঃ) মুখ ঘুরিয়ে চমকে উঠলেন।

ভয়ানক কুৎসিত দৈত্যের দেখতে ঘোর কালো এক অতিকায় অশরিরী তাঁর সামনে দাড়ানো। তার দেহের সব লোম সজারুন কাটার মতো। খাড়া। তার বিকট দেহ থেকে বের হচ্ছে অবর্ণীয় দুর্গন্ধ। নাক মুক দিয়ে বের হচ্ছে আগুনের হলকা।

নবী ইব্রাহীম জ্ঞানহারা হয়ে পড়লেন।

অনেক পরে তাঁর হুশ ফিরলো।

তার সামনে আজরাঈল। আগের বেশে।

ইব্রাহিম (আঃ) বলেন, “পাপীদের অন্য কোনও বিপদ ছাড়া শুধু এই ভয়াবহ চেহেরা দেখাও বিরাট আজাব।”

সুত্রঃ মৃত্যুর ওপারে বই থেকে---

============================

হে আল্লাহ! আমাদেরকে সহজ মৃত্যু দান করিও।

হে আল্লাহ! আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করিও।

হে আল্লাহ! আমাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করিও।

আমিন--------আমিন----------আমিন।

বিষয়: বিবিধ

২০৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File