۞۞ ব্লগ সাইট পরিচালনা করার জন্য কি কি যোগ্যতা/ অভিজ্ঞতা লাগে? ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২১ অক্টোবর, ২০১৩, ০৯:৩৯:১৮ রাত



প্রতিদিন ব্লগে আমরা লিখেই যাচ্ছি। রাজনীতি-কবিতা-কৌতুক-ধর্মীয়-ব্যক্তিগত কথা- ছবি-ভ্রমন-নারী-রম্য রচনা-সাক্ষাতকার-দাম্পত্য জীবনসহ আরো অনেক গুলো বিষয় নিয়ে ব্লগাররা নিয়মিত লিখে যাচ্ছেন। হাজার হাজার ব্লগার ও পাঠকের সমাবেশকে যারা নিয়ন্ত্রন করছেন তাদেরকে মডু বলা হয়। নতুন চাকরী। কয়েক বছর আগে ও এই চাকরীর কথা শুনি নাই। মডুদের অনেক কাজ করতে হয়। হাসপাতাল-ফায়ার সার্ভিস-বিমানবন্দর যেমন ২৪ ঘন্টা খোলা থাকে ঠিক তেমনি ব্লগ সাইট ও ২৪ ঘন্টা খোলা রয়েছে। কয়েক মিনিট পর পর লিখা আসছে-আসবে- কিয়ামত পর্যন্ত চলতে থাকবে---তাই মডুদেরকে ২৪ ঘন্টা চোখ-কান খোলা রাখতে হয়। এবার আসুন ব্লগ সাইটের মডুদের কাজ গুলো এক নজরে দেখে নিই।

۞ নতুন অতিথিকে (ব্লগার) বরণ করতে হয়। তাদেরকে প্রথম পাতায় পোষ্ট করার পারমিশন দিতে হয়।

۞ ব্লগারদের প্রতিটি লিখা পড়তে হয়। ভাল লিখা গুলোকে পছন্দের তালিকায় রাখতে হয়।

۞ গুরত্বপূর্ন লিখা স্টিকি করতে হয়।

۞ বাজে লিখাগুলো প্রথম পাতা থেকে সরিয়ে দিয়ে ব্লগারকে সাবধান করে দিতে হয়।

۞ কেউ ব্লগকে কুলষিত করার চেষ্টা করলে সাময়িক ব্যান করতে হয়। বেশী বাড়াবাড়ি করলে ডাইরেক্ট ব্যান ও করতে হয়।

۞ ব্লগারদের মন্তব্য গুলো পড়তে হয়। কেউ খারাপ মন্তব্য করলে অথবা খারাপ ছবি শেয়ার করলে মুছে দিতে হয়।

۞ একজন আরেকজনকে আঘাত করে পোষ্ট দিচ্ছেন কি না তাও দেখতে হয়। আরো কত কাজ। মোট কথা মুডুদের ঘুমানোর সময় নাই------------শেষ কথা------------

উপরোক্ত কাজ গুলো করার জন্য মডুদের অনেক শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা,সাহস ও ধর্য্যের প্রয়োজন। একটু ব্যতিক্রম হলেই ব্লগারদের রোষানলে পড়তে হয়। তাই একটি ব্লগ সাইটকে ব্লগার ও পাঠকের কাছে জনপ্রিয় করে তোলার জন্য মডুদের ভূমিকা অনেক বেশী। মডুদের একটু অবহেলার কারনে যে কেউ ব্লগ ছেড়ে দিতে পারে। মডুদেরকে রাজনীতি ও ধর্মীয় পোষ্ট নিয়ে বেশী টেনশনে থাকতে হয়। অনেক সময় অনিচ্ছা সত্বেও গুরত্বপুর্ণ পোষ্ট সরিয়ে দিতে হয় । তাই আমাদের প্রিয় ব্লগারদের প্রতি অনুরোধ থাকবে রাজনীতি ও ধর্মীয় পোষ্ট খুব ভেবে চিন্তে শেয়ার করার জন্য। রাজনীতির কারনে ব্লগ সাইট যাতে বন্ধ হয়ে না যায় বা মডুদেরকে বিপদে পড়তে না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ব্লগে সরকারের সমালোচনার মাত্রা বেশী হলে মডুদেরকে জেলখানায় যাবার সম্ভাবনাও আছে। মডুরা ভাল থাকুক। সুস্থ থাকুক। জেল-জরিমানা থেকে দুরে থাকুক এই কামনা করি।

বিষয়: বিবিধ

২১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File