۞۞ ট্যুর এন্ড ট্রাভেল ۞۞ রাস আল খাইমাহ (Ras al-Khaimah) সংযুক্ত আরব আমিরাত

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৯ অক্টোবর, ২০১৩, ০১:২৯:৫১ দুপুর



রাস আল খাইমাহ (Ras al-Khaimah)

রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের ৭ টি অঙ্গ রাজ্যের একটি। দুবাই থেকে দুরত্ব মাত্র ৮৭ কিঃমি। রাস আল খাইমাহ এর আয়তন ১৬৮৪ বর্গ কিঃমিঃ। রাস-আল খাইমাতে অনেক বাংলাদেশী বসবাস করে। এই শহরে একটি বাংলাদেশী স্কুল ও আছে। রাস-আল খাইমাতে অনেক দর্শণীয় স্থানের মধ্যে Khatt অন্যতম। এখানে পাহাড়ের উপর একটি ঝর্ণা আছে। পাহাড়ের উপর Golden Tulip হোটেল ও ঝর্ণা দেখার জন্য প্রতিদিন পর্যটকেরা ভীড় করে। গতকাল কয়েকজন বন্ধু সুন্দর এই জায়গা ঘুরতে গিয়েছিলাম। আসুন ছবিতে আবারও এক নজর দেখিঃ-----------------

রোড টু রাস-অল খাইমাহ---



চারিদিকে মরুভুমি--বালি আর বালি--





রাস আল খাইমাহ এর বন্ধূর বাসার সামনে বাংলাদেশী হোটেল থেকে এই বিজ্ঞাপন সংগ্রহ করি।



প্রবাসেও বাংলাদেশী সবজী চাষ---দেশের প্রতি ভালবাসা থাকলে প্রবাসেও চাষাবাদ করা যায়--



শহর থেকে কিছুটা দুরে পাহাড়ের উপর গোল্ডেন টিউলিপ হোটেল---











এক সময় খেজুর বাগান ছিল-



ঝর্ণার আশে-পাশের এলাকার দৃশ্য----













http://www.goldentulipkhattsprings.com/default.aspx

http://en.wikipedia.org/wiki/Ras_al-Khaimah

বিষয়: বিবিধ

৩৪১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File