۞۞ হাসা-হাসি ۞۞ প্রবাস জীবনের স্মৃতিকথা ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৯ অক্টোবর, ২০১৩, ০১:০৯:২৬ দুপুর
۞۞ আংকেল থেকে ভাই ۞۞
আমার রুমমেটের বয়স ৫০এর কাছাকাছি। বয়সে তিনি সবার বড় হলেও সবাই ওনাকে হাসিব ভাই বলে ডাকে। ব্যতিক্রম শুধু আমি। আমি ওনাকে আংকেল বলে ডাকি। সবাই আমাকে বলে "আমরা ওনাকে হাসিব ভাই বলে ডাকি, আর আপনি আংকেল ডাকেন কেন?" আমি তাদেরকে বলি " ভাইগন! সবাই যদি ওনাকে ভাই ডাকে তাহলে আংকেল ডাকবে কে?" এই দায়িত্বটা না হয় আমিই নিলাম। একদিন হাসিব আংকেল টয়লেটে একটু ব্যথা পেয়েছিল। টয়লেট থেকে বের হয়ে আমাকে বলল, জামাল ভাই আমার পা থেকে রক্ত বের হচ্ছে। ওনার মুখ থেকে জামাল ভাই শব্দ শুনে আমি লজ্জায় আর ওনাকে আংকেল ডাকতে পারিনি। এখন অামি আমিও হাসিব ভাই বলে ডাকি।
۞۞ প্রবাসী বিবাহিত যুবকের কান্না ۞۞
কয়েক বছর আগে আমার এক রুমমেট দেশে গিয়ে বিয়ে করেছিল। মাত্র এক মাস ছুটির পর তাকে আবার কর্মস্থলে ফিরে আসতে হয়েছিল। সে রুমে এসেই সারাক্ষন শুধু বউয়ের গল্প বলে। তার বউয়ের গল্প শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। একদিন দেখি সে নীরবে কাঁদছে, কান্নার কারন জিজ্ঞেস করলে আমাকে বলে, এত টাকা খরচ করে বিয়ে করেছি মাত্র কয়েকদিন থেকেই চলে আসতে হল। তার মুখ থেকে এই কথা শুনে কাঁদব নাকি হাসব----------- হায়রে প্রবাসী--------বউয়ের হাতের মেহেদীর রং মুছতে না মুছতেই প্রবাসে-----------------
۞۞ এক রুমে চার শহীদ ۞۞
দুবাইতে এক রুমে ৮/১০ জন থেকে শুরু করে ২০ জন পর্যন্ত বসবাস করে। রুম ভাড়া বেশী হওয়ার কারনে বাধ্য হয়েই নোংরা পরিবেশে প্রবাসী ভাইদেরকে গাদাগাদি করে থাকতে হয়। একদিন এক রুমে গিয়ে দেখি, রুম পরিস্কার করণের তালিকায় চার শহীদের নাম। এই যেমনঃ
১. শহীদ (গোল্ড)
২. শহীদ (পারফিউম)
৩. শহীদ (ডিজাইনার)
৪. শহীদ (ইমারেটস)
۞۞ বন্ধু থেকে ভায়রা ভাই ۞۞
আমার অতি চালাক বন্ধূ দুবাইতে নাটক করতেন। আমিও মাঝে মধ্যে ওনার নাটকের রিহার্সেল দেখতাম। কোথাও নাটক হলে আমাকেও নিয়ে যেতেন। প্রতিদিন ওনার সাথে মোবাইলে কথা বলতাম। সেই সময় আমি অবিবাহিত ছিলাম বলে ওনাকে আমার জন্য পাত্রী দেখতে বলেছিলাম। ওনিও আমার জন্য কোথাও পাত্রী না খুজে নিজের শালীকে আমার সাথে বিয়ে দিয়েছিলেন বলে আমার পাত্রী দেখার অভিজ্ঞতা নাই---
(দুঃখের কথা হচ্ছে, আমার প্রিয় বন্ধু+ভায়রাভাই ২০১১ সালে দুবাইতে ষ্ট্রোক করে বর্তমানে দেশে অসুস্থ অবস্থায় আছেন। কবে সুস্থ হবে একমাত্র আল্লাহ জানে। আমি প্রতিদিন আল্লাহর দরবারে ওনার জন্য দোয়া করি)
বিষয়: বিবিধ
২৭৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন