۞۞ হাসা-হাসি ۞۞ আমি তো তোমার শাশুড়িকে, আমার শাশুড়ির থেকেও বেশি পছন্দ করি ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৩ অক্টোবর, ২০১৩, ০৬:৫২:৩৩ সন্ধ্যা



স্বামীর মৃত্যুর কয়দিন পরেই এক মহিলা তার দেবরকে বিয়ে করে ফেললেন। তার বান্ধবীদের অনেকেই ব্যাপারটা মনঃক্ষুন্ন হল। একদিন মহিলার বাড়িতে বাড়িতে এসে তার বান্ধবীরা লক্ষ করল, শোবার ঘরের দেওয়ালে তার মৃত স্বামীর বিশাল একটা ছবি টানানো। সবাই খুব খুশি হল ছবি দেখে। এদের মধ্যে একজন ছিল নতুন। সে মহিলার স্বামীকে চিনত না। ছবি দেখে তাই জানতে চাইল, ছবিটা কার?

মহিলা বললেন, আমার ভাশুরের। কয়েকদিন আগে মারা গেছেন।

Broken Heart Rolling on the Floor Love StruckBroken Heart Rolling on the Floor Love StruckBroken Heart Rolling on the Floor Love StruckBroken Heart Rolling on the Floor Love Struck

প্রোগ্রামার স্বামী ল্যাপটপ নিয়ে কাজে মগ্ন। স্ত্রী এসে বলল, দাও না গো, একটু খেলি?

মনিটর থেকে চোখ না সরিয়ে উত্তর দিল প্রোগ্রামার, তুমি যখন রান্না করো, আমি কখনো হাঁড়ি চাই তোমার কাছে?

Broken Heart Rolling on the Floor Love StruckBroken Heart Rolling on the Floor Love StruckBroken Heart Rolling on the Floor Love StruckBroken Heart Rolling on the Floor Love Struck

স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা নিয়ে কথা হচ্ছে--

স্বামী: তোমাকে আমি অনেক ভালোবাসি।

স্ত্রী: তাই নাকি!

স্বামী: জানো, তোমার জন্য আমি পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত যেতে পারি।

স্ত্রী: হুমম, কিন্তু কথা দাও, আমার জন্য হলেও তুমি সেখানে জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যাবে।

Broken Heart Rolling on the Floor Love StruckBroken Heart Rolling on the Floor Love StruckBroken Heart Rolling on the Floor Love StruckBroken Heart Rolling on the Floor Love Struck

এক স্ত্রী তার স্বামীকে অভিযোগ করল, ‘তুমি মোটেই আমার আত্মীয়স্বজনকে পছন্দ কর না।’

স্বামী শুনে বললেন, ‘কে বলল!

আমি তো তোমার শাশুড়িকে, আমার শাশুড়ির থেকেও বেশি পছন্দ করি’

Broken Heart Rolling on the Floor Love StruckBroken Heart Rolling on the Floor Love StruckBroken Heart Rolling on the Floor Love StruckBroken Heart Rolling on the Floor Love Struck

নতুন গাড়ির দোকানে ঢুকেছে স্বামী-স্ত্রী। ঘুরে ঘুরে গাড়ি দেখছে।

রোমান্টিক কন্ঠে স্ত্রী বলছে স্বামীকে: আমাকে কি এমন কিছু উপহার দেবে, যেটায় পা দিয়ে একটু চাপ দিলেই তিন সেকেন্ডের মধ্যে কাঁটা উঠে যাবে শূন্য থেকে এক শতে?

স্বামী কিছু বলল না। কথাটা মনে রাখল।

পরদিন স্বামী কিনে নিয়ে এল একটি ওজন মাপার যন্ত্র। বলল: তুমি তো এটাই চাইছিলে! উঠে দাঁড়ালেই এক সেকেন্ডে কাঁটা উঠে যাবে এক শতে।

Broken Heart Rolling on the Floor Love StruckBroken Heart Rolling on the Floor Love StruckBroken Heart Rolling on the Floor Love StruckBroken Heart Rolling on the Floor Love Struck

ஜ۩۞۩ஜ মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই, ইউ,এ,ই ஜ۩۞۩ஜ

বিষয়: বিবিধ

২৩৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File