۞۞ হাসা-হাসি ۞۞ কারো মন খারাপ থাকলে হাসতে পারেন ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৫৬:৩২ বিকাল
۞۞ এই জামানার প্রেমের বয়স ۞۞
সেদিন বাসে শুনি এক মেয়ে আরেক মেয়েরে [ কথা শুনে বুঝছি এরা ক্লাস ৫ এ পড়ে ] বলতেছে, আমার বয়ফ্রেন্ড কিন্তু আমাকে ছাড়া আর কোন মেয়েকে পাত্তাই দেয় না !!
ইহা আমি কি শুনিলাম!!!
আমার কি হবে!!
۞۞ নানার বিয়ে ۞۞
আমার নানা বিবাহ করতে গিয়েছিলেন হাতীর পিঠে চড়ে। নানার কাছে গল্প শুনেছি।
নানার বয়স তখন ১৬-১৭। আর নানীর বয়স হবে ৯-১০। নানী নাকি নানাকে দেখে, নানার কোলে চড়ে হাতীর পিঠে ওঠার জন্য বিরাট কান্না-কাটি শুরু করছিলেন।
সবাই অনেক বুঝিয়ে-শুনিয়ে নানীকে শেষ পর্যন্ত নানার কোলে চড়া থেকে বিরত রাখতে পেরেছিলেন।
সুত্রঃ ফেইসবুক
এবার আরেকটু করে চেষ্টা করুনঃ
۞۞ কন্যার বয়স যখন আড়াই বছর ۞۞
আমিঃ তোমার বাবার নাম কি?
জারিফাঃ জামাল
আমিঃ তোমার আব্বুর নাম কি?
জারিফাঃ শাহজাহান (আমার বড় ভাই)
আমিঃ তোমার জন্য কি কি আনতে হবে?
জারিফাঃ উত্তরে অনেক কিছুর অর্ডার দেয়।
আমিঃ কে ভাল? বাবা নাকি আব্বু?
উত্তরঃ আব্বু।
সর্বশেষ প্রশ্ন
আমিঃ জারিফা বল তো মা আমি কে?
জারিফাঃ তুমি চাচ্চু।
তার মুখ থেকে এই কথা শুনে আমি হাসতে হাসতে--------
۞۞ আমি বিয়ে করব না ۞۞
একদিন ছোট ভাতিজাকে (বয়স তখন ৮ বছর) বলছিলাম, বাবুর জন্য এক বউ আনতে হবে।
আমার এই কথা শুনে বাবু বলল, আমি বিয়েই করব না।
আমি বললামঃ কেন?
ছোট বাবু উত্তর দিলঃ বিয়ে করলে দোকান থেকে বাজার করতে হয়। বউকে নিয়ে মার্কেটে ঘুরতে হয়।
۞۞ আরেক দিন ۞۞
বাবু, তোমার বিয়েতে ফার্নিচার নিব না। দেখছ না বাসায় ফার্নিচার রাখার জায়গা নেই।
বাবু উত্তর দিলঃ ফার্নিচার না নিলে আমি থাকব কোথায়?
(আজকালকার ডিজিটাল পোলাপাইনরা ইচড়ে পাকা)
বিষয়: বিবিধ
১৫৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন