RoseRoseRose۞۞ একটি সু-সংবাদ ۞۞RoseRoseRose

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:০২:০৯ রাত



আগে মিষ্টি..... তার পরে বলছি ঘটনা কি............

Rose

RoseRose

RoseRoseRose

RoseRoseRoseRose

RoseRoseRoseRoseRose

RoseRoseRoseRoseRoseRose

RoseRoseRoseRoseRoseRoseRose



পেলাম প্রথম পুরস্কার "মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৩"

আমি জাতিসংঘ (ইউনিসেফ)-এর আয়োজিত গল্পলেখা প্রতিযোগিতায় "মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৩" এর-প্রথম পুরস্কার লাভ করেছি।

গতকাল ২৪/০৯/২০১৩ই তারিখ বিকেল ৪ টায় হোটেল রূপসী বাংলায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা ও বিতরণ করা হয়।

প্রথম পুরস্কারঃ সন্দপত্র, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা।

পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তখ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু।

অনুষ্ঠানে ইউনিসেফ-এর কান্ট্রি ডিরেক্টর, যাদুশিল্পী জুয়েল আইচ, চিত্রনায়িকা মৌসুমী ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তি, কবি, সাহিত্যিক, লেখক ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।

পুরস্কার পাওয়া খুব আনন্দের বিষয়।

আমি এই আনন্দের খবরটি ফেসবুকের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করলাম।

মুক্তিকন্যা সুমাইয়া (ব্লগার)

================================

RoseRoseRoseRoseRoseRoseমুক্তিকন্যা সুমাইয়াকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। RoseRoseRoseRoseRoseRoseRose

বিষয়: বিবিধ

২৫৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File