۩۞۩ দেশ পরিচিতিঃ সংযুক্ত আরব আমিরাত ۩۞۩ সংযুক্ত আরব আমিরাতের ব্লগারদের তালিকা দেখুন ۩۞۩
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:২২:০৮ সন্ধ্যা
সংযুক্ত আরব আমিরাতে দশ লক্ষের ও বেশী প্রবাসী বাংলাদেশী বসবাস করেন। ৮৩ হাজার বর্গ কিঃমিঃ আয়তনের সংযুক্ত আরব আমিরাতের ব্লগাররা বিভিন্ন দুর-দুরান্তে অবস্থান করার কারনে কারো সাথে দেখা-সাক্ষাত করা সম্ভব হয় না। ১৫ জানুয়ারী ২০১৩ সালে আবুধাবীতে আমার প্রিয় ব্লগার মোহাম্মদ লোকমান ভাই, নজরুল ইসলাম টিপু ভাই, ওসমান ভাই, মোশারফ ভাইয়ের সাথে দেখা হয়েছিল। দুবাইতে শরীফ মেরাজ ভাইয়ের সাথেও একবার দেখা হয়েছিল। প্রবাস জীবন, আবদুল্লাহ শাহীন ভাই, সান বাংলা ভাই, হাশেমী ভাই, সৈয়দ নূর কামাল ভাই এর সাথে দেখা না হলেও মোবাইলে ও ফেইসবুকে কথা হয়। আশাকরি আগামীতে কোন এক জায়গায় আমরা সবাই একত্রিত হব ইনশাআল্লাহ।
সংযুক্ত আরব আমিরাতে আরো ব্লগার থাকতে পারে। আশাকরি আমার এই পোষ্ট পড়েই সাড়া দিবেন ।
ফেইসবুকে যোগাযোগের ঠিকানাঃ
কমিউনিটি ব্লগারস ফোরাম (সংযুক্ত আরব আমিরাত)
Community Bloggers Forum - CBF (United Arab Emirates)
https://www.facebook.com/groups/562053757178213/?fref=ts
۩۞۩ সংযুক্ত আরব আমিরাতের ব্লগারদের তালিকা দেখুন ۩۞۩
আরব আমিরাতে আমার পরিচিত ব্লগারদের তালিকাঃ
১. নজরুল ইসলাম টিপু এর ব্লগ (আবুধাবী)
http://www.bdtomorrow.net/blog/blogdetail/bloglist/1704/tipu1900
২. মোহাম্মদ লোকমান এর ব্লগ (আবুধাবী)
http://www.bdtomorrow.net/blog/blogdetail/bloglist/1756/abufaisal
৩. সিটিজি৪বিডি এর ব্লগ (দুবাই)
http://www.bdtomorrow.net/blog/blogdetail/bloglist/1776/ctg4bd
৪. প্রবাসী আব্দুল্লাহ শাহীন এর ব্লগ (সারজাহ)
http://www.bdtomorrow.net/blog/blogdetail/bloglist/3740/sh12
৫. সান বাংলা এর ব্লগ (আবুধাবী)
http://www.bdtomorrow.net/blog/blogdetail/bloglist/3113/sunbangla
৬. সৈয়দ নূর কামাল এর ব্লগ (আবুধাবী)
http://www.bdtomorrow.net/blog/blogdetail/bloglist/3912/SNKamal
৭. প্রবাস জীবন এর ব্লগ (আজমান)
http://www.bdtomorrow.net/blog/blogdetail/bloglist/1900/dalim
৮. হাশেমি এর ব্লগ (আবুধাবী)
http://www.bdtomorrow.net/blog/blogdetail/bloglist/7244/HASHEMI
৯. শরীফ মিরাজ এর ব্লগ (দুবাই)
http://www.bdtomorrow.net/blog/blogdetail/bloglist/3052/sharif_miraz
১০. জুমানা এর ব্লগ (আবুধাবী)
http://www.bdtomorrow.net/blog/blogdetail/bloglist/2968/jumanasos
সোনারবাংলাদেশ ব্লগে যারা ছিলেনঃ
সালমান আকতার মেরী (আবুধাবী)
মোশারফ ভাই (আবুধাবী)
ইসমাইল ভাই (দুবাই)
ওসমান গনি (দুবাই)
টুডে ব্লগে তাদের লিংন্ক পাইনি।
۩۞۩ দেশ পরিচিতিঃ সংযুক্ত আরব আমিরাত ۩۞۩
সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত সাতটি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন। এগুলি একসময় ট্রুসিয়াল স্টেটস নামে পরিচিত ছিল। ১৯৭১ সালে দেশগুলি স্বাধীনতা লাভ করে। প্রতিটি আমিরাত একটি উপকূলীয় জনবসতিকে কেন্দ্র করে আবর্তিত এবং ঐ লোকালয়ের নামেই এর নাম। আমিরাতের শাসনকর্তার পদবী আমির।
۩۩ সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের নাম হল ۩۩
১. আবুধাবী,
২. আজমান,
৩. দুবাই,
৪. আল ফুজাইরাহ,
৫. রাস আল খাইমাহ,
৬. আশ শারিকাহ (সারজা)
৭. এবং উম্ম আল ক্বাইওয়াইন।
অবস্থানঃ
সংযুক্ত আরব আমিরাত মরুময় দেশ। এর উত্তরে পারস্য উপসাগর, দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব, এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর।
১৯৫০-এর দশকে পেট্রোলিয়াম আবিষ্কারের আগ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত মূলত ব্রিটিশ সরকারের অধীন কতগুলি অনুন্নত এলাকার সমষ্টি ছিল। খনিজ তেল শিল্পের বিকাশের সাথে সাথে এগুলির দ্রুত উন্নতি ও আধুনিকায়ন ঘটে, ফলে ১৯৭০-এর দশকের শুরুতে আমিরাতগুলি ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে চলে আসতে সক্ষম হয়। দেশের খনিক তেলের বেশির ভাগ আবু ধাবিতে পাওয়া যায়, ফলে এটি সাতটি আমিরাতের মধ্যে সবচেয়ে ধনী ও শক্তিশালী। তেল শিল্পের কারণে এখানকার অর্থনীতি স্থিতিশীল এবং জীবনযাত্রার মান বিশ্বের সর্বোচ্চগুলির একটি।
রাজধানীঃ আবুধাবী শহর ফেডারেশনের রাজধানী।
বৃহত্তম শহরঃ দুবাই দেশের বৃহত্তম শহর।
আয়তনঃ ৮৩,৬০০ বর্গকিলোমিটার।
ভাষাঃ আরবী।
জনসংখ্যাঃ ৮২,৬৪,০৭০ (সাল ২০১০)
শিক্ষিতের হারঃ ৯১% (সাল ২০০৭)
মুদ্রাঃ ইউএই দিরহাম।
টাইম জোনঃ GMT+4 (UTC+4)
প্রেসিডেন্টঃ Khalifa bin Zayed Al Nahyan
ভাইস-প্রেসিডেন্টও প্রধামন্ত্রীঃ Mohammed bin Rashid Al Maktoum
আরব আমিরাতে বসবাসকারী বিভিন্ন দেশের জনসংখ্যাঃ
Emirati (Citizens) 16.5%
South Asian (Indian, Pakistani, Bangladeshi) 58.4%
Other Asian communities (Arab countries, China, the Philippines, Thailand, Iran, Korea & Afghanistan) 16.7%
Western expatriates (from Europe, Australia, Northern Africa, Africa and Latin America) 8.4%
(Source: 2009)
দুবাইতে জনসংখ্যাঃ 1,770,533 (সাল ২০০৮)
আবুধাবীতে জনসংখ্যাঃ 896,751 (সাল ২০০৮)
================================
۩۞۩ মোহাম্মদ জামাল উদ্দীন,দুবাই, ইউএউ ۩۞۩
বিষয়: বিবিধ
৫৩৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন