۞۞ ট্যুর এন্ড ট্রাভেল ۞۞ মাত্র এক মিনিটে বিশ্বের সুউচ্চ ভবন Burj Khalifa দুবাইয়ের ১২৪ তলায়--- ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:৪৫:০৮ সন্ধ্যা
১০.১২.২০১০ সন্ধ্যায় ১০০ দিরহামের টিকিট নিয়ে রাত ৯.৩০ মিনিটে আরব আমিরাতের বুর্জ খলিফার ১২৪ তলায় উঠেছিলাম। প্রবেশ পথ থেকে ১২৪ তলা পর্যন্ত সিকিউরিটি গার্ড। বেশীর ভাগ সিকিউরিটি গার্ড বাংলাদেশী। বিশ্বের দ্রুততম লিফটের মাধ্যমে মাত্র এক মিনিটেরও কম সময়ে ১২৪ তলায় উঠেছিলাম। ১২৪ তলায় চারিদিকে স্বচ্চ গ্লাস দিয়ে ঢাকা। চারিদিকে ঘুরে ঘুরে দুবাই শহর দেখা যায়। ফ্লোরের মাঝখানে একটি মাত্র দোকান আছে।
বুর্জ খলিফার ১২৪ তলায় মাত্র ৩০ মিনিট অবস্থান করা যায়। বুর্জ খলিফা নির্মানের আগেও পরে এই সুন্দর স্থাপনা দেখতে অনেকবার দেখতে গিয়েছি। প্রতিবার ক্যামরায় ছবি তুলেছি। আজকে কিছু ছবি শেয়ার করছি। আশাকরি ভ্রমন পিপাসুদের ভাল লাগবে।
প্রতি বছর থার্টি ফাষ্ট নাইটে ফায়ায়ওয়ার্ক দেখতে কয়েক লক্ষ দর্শনার্থী ভীড় করে।
প্রতিদিন সন্ধ্যার পর থেকে বুর্জ খলিফার পাশের লেকে ওয়াটার ডান্স চলে---
১২৪ তলা থেকে দুবাই শহরের দৃশ্য--
বুর্জ খলিফার পাশেই দুবাইল মল। বিশাল শপিং মল। এই শমিং মলের সামনের দৃশ্য----
এক নজরে বুর্জ খলিফাঃ
বুর্জ খলিফাঃ
উচ্চতা
এটির উচ্চতা ৮১৮ মিটার তথা ২,৭১৭ ফুট (প্রায় আধা মাইল)।
এটি তাইওয়ানের তাইপেই ১০১ টাওয়ার থেকে ১,০০০ ফুটেরও বেশী উচ্চতর।
কিছু বৈশিষ্ট্যঃ
"বুর্জ খলিফার" নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ খ্রিস্টাব্দে, আর কাজ শেষ হয় ২০০৯ খ্রিস্টাব্দে।
এটি তৈরীতে প্রায় ১.৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
এর বহিপ্রার্ঙ্গনে অবস্থিত ফোয়ারা নির্মাণেই ব্যয় হয়েছে ১৩৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড।
এই ভবনে ১,০৪৪টি বাসা (এপার্টমেন্ট) আছে ;
১৫৮তলায় আছে একটি মসজিদ ;
৪৩তম এবং ৭৬তম তলায় আছে দুটি সুইমিং পুল।
আরো আছে ১৬০ কক্ষ বিশিষ্ট একটি হোটেল।
১২৪তম তলায় দর্শকদের জন্য প্রকৃতি দর্শনের ব্যবস্থা করা হয়েছে।
এ ভবনে সংস্থাপিত কোনো কোনো লিফটের গতিবেগ ঘণ্টায় ৪০ মাইল।
২০০৪ খ্রিস্টাব্দে শিলান্যাসের পর থেকে অতি দ্রুত নির্মাণ কাজ অগ্রসর হয়েছে। এমনো দিন গেছে যে দিন ১২ হাজার নির্মাণ কমী একযোগে নির্মাণ প্রক্রিয়ায় নিযুক্ত ছিল। সে সময় প্রতি তিন দিন পর পর একটি ছাদ তৈরি করা হয়েছে।
বুর্জ খলিফা
Burj Khalifa
برج خليفة
তথ্য
অবস্থান দুবাই, সংযুক্ত আরব আমিরাত
বর্তমান অবস্থা নির্মাণ সমাপ্ত
ভিত্তিপ্রস্তর ২১শে সেপ্টেম্বর ২০০৪
প্রবেশ ৪ঠা জানুয়ারি ২০১০
ব্যবহার মিশ্র-ব্যবহার
উচ্চতা
অ্যান্টেনা/চুড়া ৮২৮ মিটার (২,৭১৭ ফুট)
তলসংখ্যা ১৬০ বাসযোগ্য মেঝে
ফ্লোরএরিয়া ৩৩৪,০০০ বর্গ মিটার (৩,৫৯৫,১০০ sq ft)
ব্যয় $১.৫ বিলিয়ন
বিস্তারিত তথ্য জানতে হলে ক্লিক করুন।
http://www.burjkhalifa.ae/
http://www.thedubaimall.com/en
۞۞ মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই, ইউ এ ই ۞۞
বিষয়: বিবিধ
৪১৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন