۞۞ বাপজান, জমির কাম কি খুব খারাপ? কেন বাবা? এ প্রশ্ন কেন? পুত্রের জবাব, চেয়ারম্যান চাচা যে আমারে 'চাষার পোলা' বইলা গাইল দিল! ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৩৪:৩৭ রাত



টিভিতে প্রচারিত একটি বিজ্ঞাপন আমাদেরকে গভীরভাবে স্পর্শ করে। এই বিজ্ঞাপনটিতে পিতা-পুত্রের সংলাপ শুনে মনটা খারাপ হয়ে যায়। বিজ্ঞাপনটি মোটামুটি এ রকম :

মাঠে কাজ করছেন কৃষক। কিশোর ছেলে ভাত নিয়ে এসেছে।

۞ বাবাকে খাবার দেওয়ার পর স্নেহশীল পিতার দরদি প্রশ্ন, তুই খাইছস?

۞ পুত্র নিরুত্তর।

۞ বাবা আবার বলছেন, কথা কইতাছ না ক্যান? কী হইছে।

۞ পুত্রের জবাব : বাপজান, জমির কাম কি খুব খারাপ।

۞ কেন বাবা? এ প্রশ্ন কেন?

۞ পুত্রের জবাব, চেয়ারম্যান চাচা যে আমারে \'চাষার পোলা\' বইলা গাইল দিল!

পুত্রের এই কথা শুনে ধনুকের মতো বেঁকে উঠলেন কৃষক। দৃপ্ত কণ্ঠে বললেন, না বাবা, আমরাই মাটির বুক চিরে সোনা উঠাই, বাতাসে সবুজের ছোঁয়া ছড়িয়ে দেই।



এখন আর সংলাপ নয়--চিত্রের সাহায্য বাংলার কৃষকের আসল কাজটি দেখাব-

ফজরের নামায পড়ে সূর্য উঠার আগে চা-বিস্কুট-রুটি খেয়ে কৃষক কাঁধে নাঙ্গল আর গরু নিয়ে জমির দিকে ছুটে চলে-------



চারা রোপনের জন্য জমিতে পানি দিতে হয়। মই দিয়ে জমিকে সমান করে চারা রোপন করতে হয়।



কৃষক দল চারা রোপন চলছে---



কিছুদিন পর পর জমিতে সার দিতে হয়।



কয়েকমাস পর ধান হয়--- কষকের মুখে খুশীর জোয়ার বইতে থাকে।



মহিলারা ও পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি তারাও কৃষি জমিতে কাজ করে।



এত পরিশ্রম করে যারা জমিতে ফসল ফলায়--তারা কেমন আছে?



চেয়ারম্যান চাচা যিনি চাষার ছেলেকে "চাষার পোলা" বলে গালি দিয়েছে তিনিও রাইস খেয়ে থাকে।



কবি সুভাষ মুখোপাধ্যায় কৃষকের করুণ জীবনচিত্র তুলে ধরেছিলেন তার \'চিরকূট\' কাব্যগ্রন্থে অর্ধশতাধিক বছর আগে।

'গ্রাম উঠে গিয়েছে শহরে/

শূন্য ঘর, শূন্য গোলা,/

জমি আছে পড়ে/... আগাছায়

ভরেছে উঠোন।/ সূর্য ঘাটে গিয়েছে

কখন!/রাখালের দেখা নেই/কোথাও

গরুর পাল ওড়ায় না ধুলো/

ঢেঁকিতে ওঠে না পাড়...



পরিশেষে বলতে চাই, কৃষি প্রধান দেশ বাংলাদেশ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কর্মযজ্ঞের মূল নায়ক আমাদের কৃষক। যে আছে মাটির কাছাকাছি। কৃষক তার নিজের প্রয়োজনে, সন্তানের প্রয়োজনে নিরন্তর পরিশ্রম করে সোনালি ধান গোলায় তুলে।

۞ তারা কঠোর পরিশ্রম করে ফসল ফলায়।

۞ তারা খাঁটি মানুষ। নিভের্জাল।

۞ তারা দুর্ণিতিমুক্ত।

۞ তারা শান্ত প্রকৃতির।

۞ তারা অত্যন্ত গরীব।

۞ তাদের কোন উচ্চবিলাস নেই।

۞ তারা অল্প ভাত-তরকারী খেয়েই সুন্তুষ্ট।

আমরা কোন দিন চেয়ারম্যান চাচার মত "এই চাষার পোলা" বলে গালি দিব না--



۞ আসুন তাদেরকে (কৃষক) সম্মান করি।

۞ তাদের কৃষি জমি গুলোকে রক্ষা করি।

۞ তাদের বিপাপদে সাহায্য করি।

۞ তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এগিয়ে আসি।

ஜ۩۞۩ஜ মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই, ইউ এ ই ஜ۩۞۩ஜ

বিষয়: বিবিধ

৩৫৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File