۞۞ আদর্শ মায়ের কর্তব্যঃ শিশুদের শিষ্টাচার শিক্ষা দেওয়া ۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৮ আগস্ট, ২০১৩, ০৮:১৩:৫৪ রাত
আদর্শ মায়ের কর্তব্য এই যে, শিশুদের সালাম দেওয়া শিক্ষা দেওয়া। যাতে করে যখন কারো সাথে দেখা-সাক্ষাত হবে, তখন যেন "গুড মনিং" "হ্যালো" কেমন আছেন?” “ভাল আছেন?” না বলে সর্ব প্রথম “আসসালামু আলাইকুম বলতে অভ্যস্ত হয়”। এমনি ভাবে কারো ফোন এলে “হ্যালো” না বলে সর্ব প্রথম “আসসালামু আলাইকুম” বলতে শিখে।
একটি হাদিসে হযরত ইবনে উমর (রাঃ) বর্ণণা করেন-জনৈক ব্যক্তি প্রিয় নবীজী (সাঃ) কে জিজ্ঞাসা করল, ইসলামের সর্বোত্তম আমল কি? উত্তরে তিনি বললেন-(ক্ষুধার্তদের) খাবার খাওয়ানো এবং চেনা অচেনা সকলকে সালাম দেওয়া।
বিষয়: বিবিধ
২২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন