۞۞ বর্তমানে বাংলাদেশের যুবসমাজ তথা স্কুল-কলেজগামী তরুণ-তরুণীদের বখে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে মোবাইল এবং ইন্টারনেট ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৮ আগস্ট, ২০১৩, ০১:২৪:০৫ দুপুর



পিতামাতা তাদের সন্তানদের প্রতি বিশেষ লক্ষ্য না রাখায়-

টিনএজ তরুন-তরুণীরা মোবাইলে----

কার সঙ্গে কথা বলছে,

কি বলছে,

ফোনের ভেতরেই বা কি আছে,

ইন্টারনেটে সারাদিন কি নিয়ে ব্যস্ত থাকে

কিছুই জানেন না অভিভাবকেরা।

বর্তমানে স্কুল-কলেজগামী তরুন-তরুণীরা পকেটে পর্নো ছবি নিয়ে ঘুরার ফলে একদিকে পড়ালেখার প্রতি আগ্রহ হারাচ্ছে অপর দিকে তাদের নৈতিকতা দিন দিন অধঃপতনে যাচ্ছে। পর্নো ছবি দেখে তারা নেশার দিকে পা বাড়ায়। নেশার টাকা জোগান দিতে তারা চুরি-ডাকাতি করছে। নেশায় বেশামাল হয়ে তারা অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। এমনটি নিজের বাবা-মাকেও খুন করছে।

ধর্মীয় অনুশাসন ছাড়া তরুণ-তরুণী, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়। এ ভয়াবহ সামাজিক ব্যাধি যদি অচিরেই দূর করা না যায় তবে আমরা নৈতিকতা বিবর্জিত জাতিতে তথা সর্বনাশা ধ্বংসাবর্তে নিপতিত হব।

আপনার প্রিয় সন্তান----------------

মোবাইলে-ইন্টারনেটে কি করছে,

স্কুল-কলেজ-ভার্সিটির নাম দিয়ে কোথায় যায়,

কাদের সাথে বন্ধুত্ব করছে,

কাদের সাথে আড্ডা দিচ্ছে,

নেশাগ্রস্থ হয়ে পড়ছে কিনা দয়া করে একটু খেয়াল রাখবেন ।

নেশাগ্রস্থ ঐশী তার নিজের বাবা-মাকে খুন করে এখন জেল হাজতে-----

হে সন্তানের মাতা-পিতা আপনারাও সাবধানে থাকুন। আপনার সন্তাদের দিকে কড়া নজর রাখুন।

বিষয়: বিবিধ

১৭৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File