۞۞ হে প্রিয় কন্যা! তোমার কথা মনে পড়লে-- ۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৫ আগস্ট, ২০১৩, ০২:১৬:৪৭ দুপুর



হে প্রিয় কন্যা!

তোমার কথা মনে পড়লে Love Struck

ঘুম থেকে উঠে মোবাইলের স্ক্রিনে তোমার ছবি দেখি।

Love StruckRose Rose Rose Rose Rose

হে প্রিয় কন্যা!

তোমার কথা মনে পড়লে Love Struck

অফিসে এসে কম্পিউটার খুলে তোমার ছবি দেখি।

Love StruckRose Rose Rose Rose Rose

হে প্রিয় কন্যা!

তোমার কথা মনে পড়লে Love Struck

কর্মের ফাঁকে ফাঁকে তোমাকে ভাবতে থাকি।

Love StruckRose Rose Rose Rose Rose

হে প্রিয় কন্যা!

তোমার কথা মনে পড়লে Love Struck

ফেইসবুক আর ব্লগে তোমাকে নিয়ে লিখি।

Love StruckRose Rose Rose Rose Rose

হে প্রিয় কন্যা!

তোমার কথা মনে পড়লে Love Struck

তোমার বয়সী মেয়ে দেখলেই তাকিয়ে থাকি।

Love StruckRose Rose Rose Rose Rose

হে প্রিয় কন্যা!

তোমার কথা মনে পড়লে Love Struck

দুপুরের লাঞ্চ আওয়ারের পর তোমার ছবি দেখি।

Love StruckRose Rose Rose Rose Rose

হে প্রিয় কন্যা!

তোমার কথা মনে পড়লে Love Struck

প্রতিদিন সন্ধ্যা বেলায় তোমার সাথে কথা বলার চেষ্টা করি।

Love StruckRose Rose Rose Rose Rose

হে প্রিয় কন্যা!

তোমার কথা মনে পড়লে Love Struck

প্রবাসী বন্ধুদেরকে তোমার গল্প শুনাতে থাকি।

Love StruckRose Rose Rose Rose Rose

হে প্রিয় কন্যা!

তোমার কথা মনে পড়লে Love Struck

ক্লান্ত দেহ নিয়ে ঘুমাতে গিয়ে হৃদয়টা কেঁপে উঠে।

Love StruckRose Rose Rose Rose Rose

হে প্রিয় কন্যা!

তোমার কথা মনে পড়লে Love Struck

কান্নায় আমার দু'চোখ দিয়ে অশ্রু ঝরে।



۞۞۞۞۞=চিঠি=۞۞۞۞۞

প্রিয় জামাল চাচ্চু,

জামাল চাচ্চু, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমরা সবাই ভাল আছি। আশাকরি আপনিও ভাল আছেন। দাদুর দোয়া নিবেন। বড় ফুফির দোয়া নিবেন। আব্বু-আম্মুর দোয়া নিবেন। জারিফা একটু একটু হাটতে পারে। জারিফার দুটি দাঁত উঠেছে। জারিফা বিছানায় উঠতে পারে। জারিফা বিছানা থেকে নামতে পারে। আমার এখন পরীক্ষা চলতেছে। আমার জন্য দোয়া করবেন। আমিও আপনার জন্য দোয়া করছি, আমি যাতে পরীক্ষায় পাস করি। আমার পরীক্ষা শেষ হলে আপনি চলে আসবেন। আমার পরীক্ষা তের তারিখ শেষ।

ইতি,

আপনার আদরের শানিন

*******************

আমার একমাত্র ভাতিজী সুমাইতা শানিন। আমি তাকে আম্মা বলেই ডাকি। শানিন ২০০২ সালে ৮ই নভেম্বর জন্মগ্রহন করে। জন্মের দ্বিতীয় দিন শানিনকে কোলে নিয়েছিলাম আর এটাই আমার জীবনে শ্রেষ্ট স্মৃতি। সেই দিনের স্মৃতি এখনো মনে পড়ে।

শানিন খুব শান্ত মেয়ে। কোন দুষ্টামী করে না। সারাদিন স্কুল থাকা, বাসায় এসে প্রাইভেট স্যারের কাছে পড়তে যাওয়া আর আমার একমাত্র কন্যা জারিফা আমরিনকে পাহারা দেয়া তার প্রধান কাজ। জারিফা আমরিন তাকে বুবু বলে ডাকে।

দুবাই থেকে আমি ফোন করলে শানিন খুব বেশী কথা বলে না। প্রবাস থেকে কি কি আনতে হবে জিজ্ঞেস করলে উত্তরে বলে "কিছু আনতে হবে না।" শুধু বলে "তুমি বাড়ীতে এস। শানিন আমাকে একটা চিঠি পাঠিয়েছিল.(যা উপরে শেয়ার করেছি) এই চিঠি অনেক বার পড়েছি। তার চিঠিটা যত্ন করে রেখে দিয়েছি।

আমরা প্রবাসীরা ছোট ছোট বাচ্চাদের আদর-ভালবাসা থেকে বঞ্চিত। প্রবাসে কত সুন্দর সুন্দর শিশুকে দেখি। দেখলেই তাদেরকে আদর করতে ইচ্ছে করে। কিন্তু আইনের বিধি-নিষেধের কারনে আদর করতে পারি না। মন খারাপ করে শুধু তাকিয়ে থাকি।

মহান আল্লাহ তায়ালা দরবারে Love Struckশানিন ও জারিফারLove Struck জন্য প্রতিদিন দোয়া করছি। হে আল্লাহ! আমার এই ছোট দুই মা-মনিকে তুমি দীর্ঘ হায়াত দান করিও। আমিন।

۞۞মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই, ইউ এ ই ۞۞

বিষয়: বিবিধ

২৭০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File