۞۞۞ আমাদের মন খারাপ থাকে কেন? ۞۞۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ৩০ জুলাই, ২০১৩, ০২:৪৬:৩৮ দুপুর
۞۞۞ আমাদের মন খারাপ থাকে কেন? ۞۞۞
۞ যখন মা/স্ত্রী/সন্তান/ভাই-বোন বা কোন প্রিয়জন দিনের পর দিন অসুস্থ থাকে---
۞ সন্তান যখন অবাধ্য হয়----
۞ সন্তান যখন প্রবাসী বাবার সাথে কথা না বলে---
۞ যখন অভাব-অনটন দেখা দেয়---
۞ প্রিয় কোন মানুষের কাছ থেকে আঘাত পেলে---
۞ ব্যবসা/চাকরীতে মন্দা চললে---
۞ জীবন চলার পথে যখন হতাশা নেমে আসে---
۞ প্রিয় রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপর বিপদ আসলে--
۞ পত্রিকায় খুন-খারাবি-দুর্ঘটনার খবর দেখলে----
۞ মৃত্যুর কথা চিন্তা করলে------
۞ সুন্দর এই পৃথিবী থেকে চলে যেতে হবে বলে---
আরো অনেক কারনে আমাদের মন খারাপ হতে পারে। আপনার কেন মন খারাপ থাকে শেয়ার করতে পারেন----
হে আল্লাহ! আমার/আমাদের সকলের বিভিন্ন সমস্যা দুর করে আমাদের মনকে ভাল করে দিয়ে সুন্দর জীবন-যাপন করার তওফিক দাও! আমিন!!!
===মোহাম্মদ জামাল উদ্দীন, ইউ এ ই=====
বিষয়: বিবিধ
১৪৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন