۞ আগে কি সুন্দর মাছ ধরিতাম আমরা ۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৭ জুলাই, ২০১৩, ০৪:৪২:৫৭ বিকাল



আমরা যারা গ্রামে বড় হয়েছি। তাদের কাছে এই দৃশ্য নিশ্চয় মনে আছে। পুকুরে বড়শী ফেলে মাছ ধরা--------আমিও ছোট বেলায় আমাদের বাড়ীর পুকুরে ছোট ছোট ছেলে-মেয়েদেরকে মাছ ধরতে দেখেছি।



শীত কালে আমাদের দেশের খাল-বিল গুলো শুকিয়ে যায়। গ্রামের মানুষগুলো দল বেঁধে বিলে মাছ ধরতে থাকে------------সেই দৃশ্য দেখতে খুব ভাল লাগে।



পুকুরের বড় জাল দিয়ে মাছ ধরার দৃশ্য এখনো মনে আছে।



একবার বর্ষাকালে একটি চিংড়ি মাছ ধরতে গিয়ে চিংড়ির কামড় খেয়ে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম-------



এক সময় প্রচুর মলা মাছ পাওয়া যেত। এখন আর পাওয়া যায় না।



বাংলার আসল চিত্র------কি অসাধারন ছবি-----





নারীরা ও মাছ ধরে-------



এত বড় মাছ কি আর পাওয়া যায়?



সবাইকে দাওয়াত করে খাওয়াতে ইচ্ছে করছে-----





"মাছে ভাতে বাঙ্গালী" এই কথাটি এখন আর কারো মুখে শুনা যায় না। অতচ একসময় আমাদের এই দেশে নদী-নালা-পুকুর-খাল-বিল-হাওরে প্রচুর মাছ পাওয়া যেত। মাছ শিকার করে অনেকে জীবন নির্বাহ করত। এখন এই ছবিগুলো দেখেই নিজেকে সান্তনা দিতে হবে------------

এখন আর গোলা ভরা ধান নেই,

পুকুর ভরা মাছ নেই,

গোয়াল ভরা গরু নেই-------------

আছে শুধু মানুষ আর মানুষ-----------

জনসংখ্যা বৃদ্ধির কারনে ফসলী জমিতে ঘর-বাড়ী তৈরী হচ্ছে, পুকুরগুলো দিন দিন ভরাট হচ্ছে--------------

খাল-বিল গুলো শুকিয়ে থাকে--------------

নদীগুলো দখলে চলে যাচ্ছে---দুষিত হচ্ছে-------

রাজনীতিবিদরা এই এইসব বিষয় নিয়ে মাথা ঘামায় না--

তারা শুধু মাত্র ক্ষমতার চেয়ারে কিভাবে বসা যায় সেই চিন্তায় করে-------------------------------

বিষয়: বিবিধ

৫৭৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File