۞۞۞ মুসলিম নারীর নিকট পর্দা ۞۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৪ জুলাই, ২০১৩, ০২:০১:০৩ দুপুর



ব্যবিচারের ছিদ্র পথ বন্ধ করার উপায় হল পর্দা। রমণীর দেহ-সৌষ্টব প্রকৃতিগত ভাবেই রমণীয়। কামিনীর রূপ লাবন্য এবং তদুপরি তার অঙ্গরাগ বড় কমণীয়; যা পুরুষের কামানল প্রজ্জলিত করে। তাই পুরুষের দৃষ্টির অন্তরালে থেকে নিজের মান ও মর্যাদা রক্ষা করতে নারী জাতির প্রতি আল্লাহর এই বিধান এল।

۞۞۞ মুসলিম নারীর নিকট পর্দা ۞۞۞

পর্দাঃ-- প্রেম ও চরিত্রের পবিত্রতা, অনাবিলতা ও নিস্কলন্কতা।

পর্দাঃ-- নারীর নারীত্ব, সতীর সতীত্ব, সম্ভ্রম ও মর্যাদা।

পর্দাঃ-- লজ্জাশীলতা, অন্তর্মাধুর্য ও সদাচারিতা।

পর্দাঃ-- মানবরূপী শয়তানের দৃষ্টি থেকে রক্ষকবচ।

পর্দাঃ-- ইজ্জত হেফাজত করে, অবৈধ প্রণয়, ধর্ষণ, অশ্নীলতা ও ব্যবিচার দুর করে।

পর্দাঃ-- নারীর মান ও মুল্য রক্ষা করে।

পর্দাঃ-- নারীকে কাফের ও ক্রীতদাস বাছাই করে সম্ভ্রান্ত নারীরূপে চিহ্নিত করে।

পর্দাঃ-- আল্লাহর গজব ও জাহান্নামের আগুন থেকে পর্দা নারীকে রক্ষা করে।

নারীদের প্রধান শত্রু তার সৌন্দর্য ও যৌবন। আর পর্দা তার আলকেল্লা।

সুত্রঃ

কোরআন ও সহিহ হাদীদের আলোকে

আদর্শ বিবাহ ও দাম্পত্য

পৃষ্টা-১১

বিষয়: বিবিধ

২০৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File