۞ স্বামীর ও উচিত স্ত্রীকে খোশ করার জন্য সাজগোজ করা ۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২০ জুলাই, ২০১৩, ০২:২৪:৪৩ দুপুর



স্বামী যেমন স্ত্রীকে সুন্দরী দেখতে পছন্দ করে তেমনি স্ত্রীও স্বামীকে সুন্দর ও সুসজ্জিত দেখতে ভালবাসে। এটাই হল মানুষের প্রকৃতি। সুতারাং স্বামীর ও উচিত স্ত্রীকে খোশ করার জন্য সাজগোজ করা। যাতে তার ও নজর অন্য পুরুষের (স্বামীর কোন পরিছন্ন আত্বীয়) প্রতি আকৃষ্ট না হয়।

ইবনে আব্বাস (রাঃ) বলেন, "আমি আমার স্ত্রীর জন্য সাজসজ্জা করি, যেমন সে আমার জন্য সাজসজ্জা করে।"

আল্লাহ তায়ালা বলেন, "নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে, যেমন তাদের উপর আছে পুরুষদের--"

খলিফা উমর (রাঃ) এর নিকট একটি লোক উস্কখুস্ক ও লেলাখেপা বেশে উপস্থিত হল। সঙ্গে ছিল তার স্ত্রী। স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে তার নিকট থেকে বিবাহ বিচ্ছেদ প্রার্থনা করল। দুরদর্শী খলিফা সবকিছু বুঝতে পারলেন। তিনি তার স্বামীকে পরিচ্ছন্নতা গ্রহন করার উদ্দেশ্য পাঠিয়ে দিলেন। অতঃপর সে তার চুল, নখ ইত্যাদি খেটে পরিস্কার পরিচ্ছন্ন হয়ে ফিরে এলে তিনি তাকে তার স্ত্রীর নিকট যেতে আদেশ করলেন। স্ত্রী পর পুরুষ ভেবে তাকে দেখে সরে যাচ্ছিল। পরক্ষণে তাকে চিনতে পেরে তালাকে আবেদন প্রত্যাহার করে নিল।

এই ঘটনার পর খলিফা উমর (রাঃ) বললেন, "তোমরা তোমাদের স্ত্রীর জন্য সাজসজ্জা কর। আল্লাহর কসম! তোমরা যেমন তোমাদের স্ত্রীগনের সাজসজ্জা পছন্দ কর; অনুরূপ তারাও তোমাদের সাজসজ্জা পছন্দ করে।

সুত্রঃ কোরআন ও সহিহ হাদীসের আলোকে

আদর্শ বিবাহ ও দাম্পত্য

আবদুল হামীদ মাদানী

বিষয়: বিবিধ

১৯২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File