আজ ফজলুল কাদের চৌধুরীর ৪০ তম মৃত্যুবার্ষিকী
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৮ জুলাই, ২০১৩, ১১:৪৩:৪২ সকাল
এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৩ সালের ১৮ জুলাই তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।
পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার, এক সময়ের অস্থায়ী প্রেসিডেন্ট ফজলুল কাদের চৌধুরী ১৯১৯ সালের ২৬ মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে বাবা খান বাহাদুর আবদুল জববার চৌধুরীর ঔরশে ও মধ্যযুগের বাংলা সাহিত্যের মহিলা কবি রহিমুন নেসার পৌত্রী বেগম ফাতেমা খাতুন চৌধুরীর গর্ভে জন্মগ্রহণ করেন।
কলকাতার প্রেসিডেন্সি কলেজে ইতিহাস বিষয়ে সম্মান শ্রেণীতে পড়ার সময় কারমাইকেল হোস্টেলে ছাত্র সংসদের ভিপি পদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার নেতৃত্বের উন্মেষ ঘটে। পরে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নকালে নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।
নেতাজী সুভাষ বসুর নেতৃত্বে হলওয়েল মন্যুমেন্ট উৎখাত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, ক্রমান্বয়ে মুসলিম লীগের নেতৃত্বে ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুসলিম স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণের দীর্ঘ পথ-পরিক্রমায় অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৬৩ সালে তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার পদে অধিষ্ঠিত হন।
এ কে এম ফজলুল কাদের চৌধুরীর বড় ছেলে বাংলাদেশের জাতীয় সংসদের ৪র্থ বারের মত নির্বাচিত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বর্তমানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে জেলে আছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ফজলুল কাদের চৌধুরী
বিষয়: বিবিধ
২৫৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন