۞ গ্রামের মানুষদের পুকুরই একমাত্র ভরসা ۞
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৮ জুন, ২০১৩, ০৭:৫০:১৯ সন্ধ্যা
বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রতিটি বাড়ীতে পুকুর আছে। গ্রামের মানুষদের পুকুরই একমাত্র ভরসা। দেখা যাক পুকুর আমাদের কি কি উপকার করছে-
۞ নারী-পুরুষ সবাই পুকুরে গোসল করে।
۞ নারীরা গৃহস্থালীর কাজে পুকুরের পানি ব্যবহার করে।
۞ মৎস চাষীরা পুকুরে মৎস চাষ করে জীবিকা নির্বাহ করে।
۞ গ্রামের বিত্তশালীরা পুকুর খনন করে রমালিনমুক্ত পুকুরের সুস্বাধু মাছ খেয়ে থাকে।
۞ পুকুর পাড়ে বিভিন্ন ফলের গাছ, শাক-শবজির বাগান করে টাটকা খাওয়া যায়।
۞ কৃষকেরা পুকুরের পানি চাষাবাদে ব্যবহার করে।
۞ পুকুরে সাতার কাটলে ভালো ব্যয়াম হয়।
জনসংখ্যা বৃদ্ধির কারনে আমাদের দেশের পুকুর গুলো দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। এক সময় শহরে ও অনেক পুকুর ছিল। ইদানিং শহরের পুকুরগুলো ভরাট করে দালান তৈরী করা হচ্ছে। গ্রামেও পুকুর ভরাট করে অনেকে ঘর তৈরী করছে। এই অবস্থা চলতে থাকলে আগামীতে আর পুকুর থাকবে না।
আমি ছোট বেলায় গ্রামের বাড়ীর পুকুরে গোসল করেছি। সাঁতার কেটেছি। পুকুরে মাছ ধরেছি। এখনো গ্রামের বাড়ীতে বেড়াতে গেলে পুকুরে গোসল করে থাকি।
বাড়ীর সামনে বা পেছনে একটি পুকুর থাকলে বাড়ীর সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। তাই পুকুর ভরাট করে কেউ যাতে ঘর-বাড়ী তেরী করতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে। আইন তৈরী করে পুকুর ভরাট নিষিদ্ধ করতে হবে।
আরেকটা কথা পুকুরে গোসল করতে গিয়ে বা পুকুর পাড়ে খেলা করতে গিয়ে অনেক সময় শিশুরা মারা যায়। তাই শিশুদেরকে একা একা পুকুর পাড়ে খেলতে দেয়া উচিত নয়।
۞ মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই,ইউ এ ই ۞
বিষয়: বিবিধ
৪৩১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন