۩۞۩ চৌধূরী সাহেব, গলায় একটা DSLR ঝুলালেই ফটোগ্রাফার হওয়া যায় না--- ۩۞۩

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৪ জুন, ২০১৩, ০৮:০০:৩৫ রাত



১. গ্রাম-বাংলার ছবিঃ

গ্রামের পুকুরে এখনো বাশ-গাছের ঘাট দেখা যায়।



গ্রামের পুকুর পাড়ের কুইজ্জা (চাটগাঁইয়া ভাষা)



পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান এখন আর এই দৃশ্য দেখা যায় না----------



নদীর নাম হালদা। ছোট বেলায় এই নদীতে গোসল করেছিলাম।



২. শহরের ছবিঃ

চট্টগ্রাম শহরের নিউমার্কেটের সামনের রাস্তা। ফুটপাত হকারদের দখলে। রাস্তাও দখলে চলে গেছে।



রাস্তা দখল করে শরবত বিক্রি চলছে। পুলিশ ও রাজনৈতিক নেতাদের চাঁদা দিলেই ব্যবসা করতে কোন অসুবিধা হয় না।



শহরের অসুন্দর দৃশ্য গুলো শেয়ার করতে ইচ্ছে করে না

৩. প্রবাসে ছবিঃ দুবাই শহর

দুবাই শহর পরিস্কার-পরিছন্ন রাখার দায়িত্বে আছে বেশীর ভাগ প্রবাসী বাঙ্গালী শ্রমিক।





দুবাই ক্রিক। বুড়িগঙ্গার পানির মত নোংরা নয়।



দুবাই ক্রিক।



দুবাই ক্রিক।



দুবাই ক্রিক।



দুবাই ক্রিক।



দুবাই শহরের শাওয়ার্মা। আমার খুব প্রিয়--



আমি প্রফেশনাল ফটোগ্রাফার নয়। সবসময় ছোট একটি সস্তা দামের ডিজিটাল ক্যামেরা সাথেই রাখি। যেখানে যাই ক্যামেরা দিয়ে একেরপর এক ছবি তুলে থাকি। ছবিগুলো আপনাদের ভাল লাগলে আরো শেয়ার করা যেতে পারে।

(ছবিঃ সিটিজি৪বিডি)

ছবি দেখতে ভাল না লাগলে জোকস শুনে হাসতে পারেনঃ



ছোট্ট ছেলেটার চেঁচামেচি আর দুষ্টুমিতে বিমানের যাত্রীরা সবাই অতিষ্ঠ। অবশেষে সামনের সারিতে বসা এক মধ্যবয়স্ক লোক উঠে দাঁড়ালেন। স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, ‘এই ছেলে, এখানে দুষ্টুমি না করে বাইরে গিয়ে খেলা করোগে, যাও!’



জামাল সাহেব দেখলেন, একটা বাচ্চাছেলে একটা বিড়ালের লেজ ধরে টানছে। জামাল সাহেব ধমকে উঠলেন, ‘এই! বিড়ালটার লেজ ধরে টানছ কেন? ছেড়ে দাও!’ ছেলেটা বলল, ‘আমি তো টানছি না! কেবল ধরে রেখেছি। উল্টো ওই আমাকে টানছে!’



শিক্ষক প্রশ্ন করলেন : বলো তো বাচ্চারা, কাউ কেমন শব্দ করে? বাচ্চারা সমস্বরে উত্তর দিল : হাম্বা। শিক্ষক বললেন : গুড! এখন বলো তো, গোট কেমন শব্দ করে? বাচ্চারা বলল : ভ্যাএএ। শিক্ষক : গুড! এখন বলো তো, মাউস কেমন শব্দ করে? বাচ্চারা : ক্লিক!



বাবা : পল্টু! তুমি চার বিষয়ে ফেল করেছ, আর একটা মাত্র বিষয়ে পাস করেছ? তোমার সমস্যা কী? পল্টু : আমি বোধ হয় একটা বিষয়ে বেশি মনোযোগ দিয়ে ফেলেছিলাম।

জোকস গুলো চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা পূর্বকোন থেকে সংগ্রহ করেছি।

বিষয়: বিবিধ

৩৬৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File