۩۞۩ স্কুল ও কলেজের পোষাকে পার্কে আপত্তিকর অবস্থান নিষিদ্ধ---রমনা-পার্ক-ঢাকা ۩۞۩
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২২ মে, ২০১৩, ০৮:২৬:২৮ রাত
"স্কুল ও কলেজের পোষাকে পার্কে আপত্তিকর অবস্থান নিষিদ্ধ"
রমনা পার্কের গেইটে এই লিখাটি ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ঢাকা শহরের স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা এই আদেশ মানে না। তারা পার্কে প্রবেশ করেই নির্জন স্থানে আপত্তিকার অপকর্ম চালিয়ে যায়---------
গত মাসের শেষ সপ্তাহে ঢাকায় অবস্থানকালীন সময়ে একদিন সকালে রমনা পার্কে একা একা হাটতে গিয়েছিলাম।
۞ ৬৮.৫০ একর জমির উপর ১৯৪৯ সালে রাজধানী ঢাকায় এই পার্ক নির্মান করা হয়।
۞ বর্তমানে এই পার্কে ৮১২ মিটার একটি লম্বা লেক আছে।
۞ লেকের পানি খুব পরিস্কার মনে হয়েছে। লেকের বিভিন্ন জায়গায় নারী-পুরুষকে গোসল করতে দেখেছি। পার্কের নিরাপত্তাকর্মীরা তাদেরকে বাধা দেয় না।
۞ স্কুল ও কলেজের পোষাকে পার্কে আপত্তিকর অবস্থান নিষিদ্ধ থাকলেও পার্কে আপত্তিকর অবস্থায় ছাত্র-ছাত্রীদেরকে আড্ডা দিতে দেখেছি।
۞ পার্কের ভিতরে বসার জায়গা গুলোতে লোকজনকে ঘুমাতে দেখেছি। যার কারনে অনেক দর্শনার্থী একটু আরাম কর বসতে পারে না।
۞ পার্কটি খুব পরিস্কার ও পরিছন্ন। কোথাও ময়লা নেই। তবে টয়লেট এ থালা ঝুলানো দেখেছি।
۞ দিনের বেলায় অনেক মানুষ এই পার্কে হাটতে আসে। কেউবা বিশ্রাম নেই। কেউ বা বসে বসে গান শুনে কেউ বা পত্রিকাও ম্যাগাজিন পড়ে।
۞ সন্ধ্যার পরে পার্কের পরিবেশ কি রকম হয় দেখতে পারেনি। রাতের পরিবেশ সম্পর্কে ঢাকার বন্ধূ প্রিয় ব্লগার নুর নবী ভাই ভাল বলতে পারবেন।
আর কথা নয় এবার ছবিতে রমনা পার্ক ঘুরে দেখাবঃ
(ছবিঃ সিটিজি৪বিডি)
বিষয়: বিবিধ
৫২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন