۩۞۩ সুন্দর ঘটনাঃ---বিশ্বাস,ভরসা এবং আশা ۩۞۩
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৪ মে, ২০১৩, ০৫:৩৭:৫৪ বিকাল
তিনটি সুন্দর ঘটনাঃ---বিশ্বাস,ভরসা এবং আশা
১. একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হল, কেবল একটি ছেলে ছাতাসহ এলো।
এটাই বিশ্বাস
২. আপনি যখন কোন শিশুকে শুন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে কারন সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন।
এটাই ভরসা
৩. প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোন নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব। তবুও আমরা পরের দিনের জন্য এলার্ম দিয়ে রাখি।
এটাই আশা
কাজেই আল্লাহর উপর বিশ্বাস, ভরসা এবং আশা রাখুন।
মনে রাখবেন--------------
“প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহন করবে” !!!
এই রঙ্গিন দুনিয়ায় ধনী-গরীবের শ্রেনী দেখা যায় । কিন্তু পৃথিবীর সুখকে বড় করে দেখলে প্রকৃত সুখের সন্ধান মেলে না। কেননা ইহকাল ক্ষনিকের কিন্তু পরকাল দীর্ঘ সময়ের । তাই আমরা ভালো কাজ করবো যাতে পরকালে সুখ পাওয়া যায় । ইহকালের এই ধন সম্পদ কিছুই কাজে আসবে না পরকালে ।
একজন লাখ টাকার বাড়িতে থাকে আবার আর একজন কুঁড়ে ঘরে থাকে কিন্তু মারা গেলে তো তাদের দুইজনকেই সাড়ে তিন হাত মাটির নিচে থাকতে হবে । তাই মানুষের উচিৎ পরকালে যাতে সুখি হতে পারে সেটাকে বড় করে দেখা এবং সেই অনুযায়ী আমল করা।
সুত্রঃ ফেইসবুক থেকে----------
বিষয়: বিবিধ
১৮২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন