۩۞۩ উড়োজাহাজে জানালার পাশে বসে আকাশ দেখা ۩۞۩

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১১ মে, ২০১৩, ১১:৫৩:৩৯ সকাল



প্রবাস নামক কারাগার থেকে প্রতি বছর দেশে আসি। দেশে থাকাকালীন সময়ে কোথাও বেড়াতে গেলে বাস-ট্রেনের জানালার পাশে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতাম। লং জার্নিতেও আমার ঘুম আসত না। অপলক দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকতাম। সেই অভ্যাসটা বিদেশে এসেও ছাড়তে পারিনি। দিনের বেলায় আকাশের সৌন্দর্য দেখার জন্য প্লেনের টিকেট কাটার সময় দিনকেই বেচে নিতাম। ৫ ঘন্টারও বেশী সময় আকাশ পথ দিয়ে দুবাই-চট্টগ্রামে আসা যাওয়া করতে হয়। তিন ঘন্টার ও বেশী সময় ভারতের উপর দিয়ে প্লেন চলে। তারপর আরব সাগরের উপর দিয়ে--দুবাইতে---। প্লেনের জানালা দিয়ে আকাশ দেখতে খুব ভাল লাগে। সাদা সাদা মেঘের দল বেঁধে ছুটে চলে। আর কথা নয়। ছবিতে দেখুনঃ









আকাশ থেকে ইন্ডিয়ার দৃশ্য



আকাশ থেকে আরব আমিরাতের দৃশ্য



আকাশ থেকে আরব আমিরাতের দৃশ্য



আকাশ থেকে আরব আমিরাতের দৃশ্য



দুবাই এয়ারপোট-----------------------



প্লেনে সিগারেট খাওয়া নিষিদ্ধ। তারপরেও কিছু কিছু প্রবাসী ভাই চুরি করে সিগারেট খাওয়ার চেষ্টা করে। অনেক সময় ধরা খেয়ে নাজেহাল হতে হয়। বিমানবালারা কেউ সিগারেট টানছে কিনা পাহারা দেয়। ধরতে পারলে কিছুক্ষণ বকাবকি করে মাফ করে দেয়-----গরীব বলে কথা-------------------

মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই, ইউ এ ই

বিষয়: বিবিধ

২২৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File