নববর্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে লাখো জনতার ঢল
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৬ এপ্রিল, ২০১৩, ১২:৩০:৩৭ রাত
বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছর ও চট্টগ্রাম নগরীর ডিসিহিলে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্টান হয়। হরতালের কারনে বাসায় বন্দী লাখো জনতা নববর্ষকে স্বাগত জানাতে রাজপথে বেরিয়ে আসে। নগরীর ডিসিহিল,সিআরবি, সমুদ্র সৈকত, ফয়েজ লেকসহ অন্যান্য স্থানে জনতার ঢল নামে। আমিও অনেক বছর পর একমাত্র কন্যাকে নিয়ে গতকাল নগরীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছি। কন্যাকে একটু আনন্দ দেবার চেষ্টা করেছি।-----
অনেক কষ্ট করে ডিসিহিলের উপরের উঠতে হয়েছে--
ডিসিহিলের নামকরণ করা হয়েছে নজরুল স্কোয়ার
ডিসিহিলের আশে-পাশের রাস্তায় মেলার দৃশ্য--
ফয়েজ লেকের গেইটে মানুষের লাইন দেখে ভিতরে প্রবেশ করার সাহস পাইনি------------
জিয়া স্মৃতি জাদুঘর। কন্যাকে নিয়ে জিয়া স্মৃতি যাদুঘরে গিয়েছি। মেজর জিয়াকে যেখানে ঘাতকরা গুলি করে মেরেছিল সেই স্থানে কিছুক্ষণ দাড়িয়েছিলাম।
নববর্ষের এই দিনে আমার ছোট কন্যাকে কিছুটা আনন্দ দিতে পেরেছি। ইট পাথরের এই শহরে বাচ্চাদের জন্য খোলা মাট-বিনোদনের জন্য পর্যাপ্ত জায়না না থাকার কারনে আমাদের বাচ্চারা মাসের পর মাস বাসায় বন্দী হয়ে থাকে। বাচ্চাদের কথা মাথায় রেখে আরো বেশী বিনোদন স্পট থাকা দরকার।
বিষয়: বিবিধ
১৭৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন