গনজাগরণ মঞ্চ বনাম হেফাজতে ইসলাম।

লিখেছেন লিখেছেন দাবানল ১৪ মার্চ, ২০১৩, ০২:১৪:৫০ দুপুর

গণজাগরণ মঞ্চঃ ১৩মার্চ চট্রগ্রামের লালদিঘীতে সমাবেশের ঘোষনা।

হেফাজতে ইসলামঃ ১৩ মার্চ হরতাল ও নাস্তিক ব্লগারদের প্রতিহত করার ঘোষনা।

গণজাগরণ মঞ্চঃ নিরাপত্তার খাতিরে লালদিঘী থেকে প্রেস ক্লাবে স্থান পরিবর্তন।

হেফাজতে ইসলামঃ যেইখানে নাস্তিক ব্লগারেরা সমাবেশ করবে আমাদের সমাবেশও ঐখানে হবে।

পুলিশ কমিশনারকে দিয়ে হুজুরদেরকে বুঝানোর চেষ্টা! এইটা কোন ইসলাম বিরুধী সমাবেশ না ইহা সহীহ জামায়াত শিবির বিরুধী সমাবেশ।

হেফাজতে ইসলামঃ এত কথা বুঝার দরকার নাই! আমরা ঢাকার কোন নাস্তিক ব্লগারকে চট্রগ্রামের মাটিতে নামতে দিব না।

এমন পরিস্থিতিতে...

গণজাগরণ মঞ্চঃ ৭১ সদস্য বিশিষ্ট সুসাইড় স্কোয়াড় গঠন।

হেফাজতে ইসলামঃ বদর যুদ্ধের আদলে ৩১৩ সদস্যের শহিদী কাফেলা গঠন।

(পরিস্থিতি উত্তপ্ত ১৩মার্চ চট্রগ্রাম শহর জুড়ে প্রশাসনের ১৪৪ ধারা জারি।)

গণজাগরণ মঞ্চঃ সমাবেশ স্থগিত।

হেফাজতে ইসলামঃ হরতাল স্থগিত।

গণজাগরণ মঞ্চঃ হুজুরদেরকে জামায়াত শিবির ভুল বুঝিয়েছে। হুজুরদের সাথে সাক্ষাত্‍ করে এই ভুল ভাঙ্গাতে হবে। এই উদ্দ্যেশে ইমরানের চট্রগ্রামের উদ্দ্যেশ্যে রওয়ানা।

হেফাজতে ইসলামঃ কোন নাস্তিক ব্লগারের সাথে হুজুরেরা সাক্ষাত্‍ করবেনা। বরং এদেরকে চট্রগ্রামের যেইখানে পাওয়া যাবে সেইখানে প্রতিহত করা হবে।

(অবশেষে ইমরান ফেনী থেকে ঢাকায় ফেরত গেল।)

গণজাগরণ মঞ্চঃ সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ১৪তারিখ বিকালে বিক্ষোভ সমাবেশ।

হেফাজতে ইসলামঃ নাস্তিক ব্লগারদের সমাবেশের আশে পাশে পাল্টা সমাবেশ করার সিদ্ধান্ত। এবং ঢাকার কোন নাস্তিক ব্লগারকে চট্রগ্রাম পাওয়া গেলে সাথে সাথে প্রতিহত করার ঘোষনা।

সাবাশ!! হেফাজতে ইসলাম।

সাবাশ!! বীর চট্রলার তাওহীদি জনতা।

ঘুমন্ত মুসলিম উম্মা যদি ঐক্যবদ্ধ ভাবে একবার জেগে উঠে, চট্রগ্রামের মত বিশ্বের কোথায়ও নাস্তিক মুরতাদ ও ইসলামের দুশমনেরা মাথা তুলে দাঁড়ানোর সাহস করতো না।

কুফরীর ভিত ভাঙ্গার সময় হলো,

মরু সাইমুম আগুনের ঝড় তোল,

কোরআনের ডাকে বাতিলের ঝংকার

শেষ করতেই হবে

করতেই হবে তোমাকে....

বিষয়: বিবিধ

১৫৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File