জামায়াত-শিবির নিয়ন্ত্রিত পাঁচ ব্লগ ও সহস্রাধিক ফেইসবুক আইডি বন্ধ

লিখেছেন লিখেছেন স্বাধীনতার কথা ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৫৬:১৫ সকাল



জামায়াত-শিবির নিয়ন্ত্রিত সোনার বাংলা ব্লগ আগেই বন্ধ করে দেয়া হয়েছে। নতুন করে গতকাল রবিবার আরো ৫টি ব্লগ ও সহস্রাধিক ফেইসবুক আইডি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মুক্তিযুদ্ধ সম্পর্কে কটূক্তি, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিষোদগার, যুদ্ধপরাধীদের পক্ষ নিয়ে প্রজন্ম চত্বরের আন্দোলনের বিরুদ্ধে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এসব ব্লগ ও ফেইসবুক আইডি বন্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস 'ইত্তেফাক'কে বলেন, সরকারের চাহিদা অনুযায়ী ৫টি ব্লগ ও শতাধিক ফেইসবুক আইডি বন্ধ করা হয়েছে। এগুলোতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নানা ধরনের বিষোদগার করা হয়েছে বলে জানান তিনি। গত শনিবার জামায়াত-শিবির নিয়ন্ত্রিত সোনার বাংলা ব্লগ বন্ধ করে দেয়া হয়। ওই ব্লগ থেকেই প্রজন্ম চত্বরের আন্দোলনের অন্যতম উদ্যোক্তা আহমেদ রাজীব হায়দার শোভনকে মৃত্যুর চারদিন আগ থেকে হুমকি দেয়া হয়। এরপরই শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে সোনার বাংলা ব্লগটি বন্ধ করে দেয়ার অনুরোধ জানানো হয়। গোয়েন্দারা সোনার বাংলা ব্লগ থেকে রাজীবকে হুমকির বিষয়টি নিশ্চিত হয়েই এটি বন্ধ করতে বিটিআরসিকে অনুরোধ করে। গতকালও গোয়েন্দাদের অনুরোধের প্রেক্ষিতে বিটিআরসি ৫টি ব্লগ ও সহস্রাধিক ফেইসবুক আইডি বন্ধ করে দেয়।ইত্তেফাক

বিষয়: বিবিধ

১৩৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File