Rose Roseব্লগার "দ্যা স্লেভ" এর শুভ বিবাহRose Rose

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১১ অক্টোবর, ২০১৮, ০১:১৪:৫৩ দুপুর



দুটি মনের নদীর স্রোতে যুগল মিলন হলো

সেই খুশিতে দু'টি চোখ আনন্দে টলমল।

আকাশ বাতাস ধ্বনিত হল শুভ পয়গাম।

দুটি মন সম্মতি দিলো বিশ্বাসের সমাগম।

বিশ্বাসের উপর দাঁড়াক ভালবাসা সারাজীবন।

স্বর্গীয় সুখে পূর্ণ হোক শুভ দাম্পত্য জীবন।

হৃদয়ের ছোঁয়া লাগুক, নয়নে পড়ুক দৃষ্টি।

পরশে প্রনয়ের দোলা হোক, ভালবাসার সৃষ্টি।

চলতে হবে দু'জন মিলে বাঁকের পরে বাঁক।

দু'জনের ভালোবাসায় ঈমান হবে পাক।

দু'জন মিলে বাইতে হবে জীবন নদীর নাও।

ভয় পাওয়ার কিছু নেই, কষ্ট কিনা পাও।

শত ফুলের শুভেচ্ছা রইল দু'জনার প্রতি।

ঈমান বুকে হইও দু'জন মাওলা প্রেমে ব্রতি।

আমরা সবাই শুভদিনে জানাই সম্প্রীতি।

সুখে থাকুন ভালো থাকুন এই মোদের আশা।

জড়িয়ে থাকুক দুটি হৃদয়ে,

সারাজীবন ভালবাসা।

বিঃদ্রঃ -গত ৫ অক্টোবর আমেরিকান প্রবাসী, যাকে চিনি জানি বুঝি গত প্রায় ৯বছর ধরে। তিনি একজন ভালো গল্পকার, ভ্রমন পিপাষু, ভ্রমণ কাহিনী চমৎকার ভাবে উপস্থাপন করেন।

একসময় টুডে ব্লগ কাঁপিয়ে রাখতো আড্ডায়, মিলন মেলায় আর রসে আনন্দে। সবচেয়ে বড় কথা হলো, আমরা সবাই তাকে খাদক হিসেবে চিনি। কারন, খেতে বসলে মাথা পর্যন্ত টানেন। আমার কথা যদি বিশ্বাস না হয় তার প্রোফাইলে ঘুরে আসতে পারেন। লেখাগুলো পড়লেই সত্যতা যাচাই করার সুযোগ পাবেন। আচ্ছা যাইহোক, তিনি গত ৫অক্টোবর শুক্রবার বিয়ের পিড়ীতেবসে তিনবার কবুল পড়ে পুঁটির মাকে ঘরে তুলেছেন। তার জন্য উৎসর্গঃ করে

আমার এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র লেখা। তিনি হলেন

দ্যা স্লেভ (মুন্না ভাই)।

বিষয়: বিবিধ

৯৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385966
১১ অক্টোবর ২০১৮ দুপুর ০৩:৪৩
কুয়েত থেকে লিখেছেন : তিনি "দ্যা স্লেভ" বিয়ে করেছেন--? কবে, কখন,কোথায় বিয়ে করলেন কাকে বিয়ে করলেন দিন তারিখ কিছুই যানা হলোনা। তিনি তো পুটির মার পাগল ছিলেন পুটিরমা গেল কই--? লেখাটি খুবই ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ
385970
১১ অক্টোবর ২০১৮ বিকাল ০৪:৩৭
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মুন্না ভাইর সাংসারিক জীবন সুখের হোক। Rose Rose Rose
385971
১১ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৬:৫৯
হতভাগা লিখেছেন : মুন্না ভাই তো ভালই রান্না করতে পারেন। উনার স্ত্রী সত্যিই ভাগ্যবতী। উনার বর উনাকে প্রতিদিন রান্না করে খাওয়াবেন।
385980
১২ অক্টোবর ২০১৮ বিকাল ০৫:০১
আমি আল বদর বলছি লিখেছেন : আমাদের বিয়ের জন্য কেউ কবিতা লিখে না অফসোস। দুঃখে পানি খাইয়া মইরা যাইতেছেন মন চায় Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File