--------ফুলদানি
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১০ অক্টোবর, ২০১৮, ০৩:৪২:৩৭ দুপুর
সারা বাগান খুঁজে খুঁজে
আনলাম একটা ফুল,
ফুল চিনিতে করিনি আমি
এতোটুকু ও ভুল।
।
ফুলের পাপড়ির মুগ্ধ ঘ্রাণে
হৃদয় যে ব্যাকুল,
ফুলটি এখন কোথায় রাখি
ভেবে না পাই কুল।।
।
ফুলটি যখন হাতে নিয়ে
করতে ছিলাম নীরবতা,
রেখে দিলাম ফুলদানিতে
ছড়িয়ে পড়লো শুভ্রতা।
।
ফুলটি এখন আমায় ছেড়ে
অনেক দূরে থাকে,
সকাল বিকেল রাত দুপুরে
আমায় শুধু ডাকে।
বিষয়: বিবিধ
৯৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন