তোমার প্রেমের ছোঁয়া

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৩:৪৫:১৩ দুপুর



আমার বুকের সবটা দিবো আছে যতো

তোমায় নিয়ে স্বপ্ন দেখি অবিরতো।

ছিঁড়ে দিতে পারি আমার বুকের ধন

চোখের পানি নিয়ে মিটা,চাইলে মন।



আমার যদি থাকতো একটা মহাসাগর

খুঁজে নিতাম মুক্ত পাথর নয়তো বারণ।

সঁপে দিতাম তোমার তরে উষ্ণ করে

ভয়ে থাকি হয় যদি, মিছে কারণ, মিছে কারণ।



রাগিসনারে একটিবার ও আমার তরে

তুই রাগিলে উপায় যে নেই ভবের ঘরে।

তোর বেদনায় উড়িয়েছি প্রেমের ঘুরি

ডুবছে দেখ, বুঝিসনা তুই? কোন্ ডুবুরি।



শিশির ভেজা ভোর বিহানে গুটিশুটি

লেপতোশকের মধুর ঘুমকে দিলাম ছুটি।

এই আবেদন কবুল কর সুবাস লুটি

তোমার প্রেমের ছোঁয়া পেলেই আলোয় ফুটি।

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384551
০৯ ডিসেম্বর ২০১৭ রাত ০৯:২২
১০ ডিসেম্বর ২০১৭ দুপুর ০৩:১০
317187
আবু তাহের মিয়াজী লিখেছেন : এতদিন পরে আসলাম, না মেরে আপ্পায়ন করেন
384554
০৯ ডিসেম্বর ২০১৭ রাত ১০:১৩
১০ ডিসেম্বর ২০১৭ দুপুর ০৩:১১
317188
আবু তাহের মিয়াজী লিখেছেন : কেমন আছেন গাজী ভাই
১৫ ডিসেম্বর ২০১৭ সন্ধ্যা ০৬:৪৬
317203
গাজী সালাউদ্দিন লিখেছেন : আলহামদুলিল্লাহ ভালই। আশা করি আপনিও ভালো আছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File