~~~~~@ দূর প্রাবাসে ঈদ @@~~~~

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৭ জুন, ২০১৬, ০১:৪৯:৫৬ দুপুর

দূরপ্রবাসে নিয়ম মেনে এখানেও রাত্রী আসে

সূর্য ওঠে আকাশ ভরে চাঁদ তারাও হাসে।

শত রকম বেদনাতে চলে প্রবাস জীবন

অশ্রু দিয়ে কেনা জীবন কিনি হাসির বাঁধন।

দুঃখটুকু সঙ্গে নিয়ে সন্ধ্যা তারা মেখে মনে

বিষাদ মেখে যাই বিছানায় নিশিথ গগন পানে।

ঈদ যতই ঘনিয়ে আসে মনটা ব্যাকুল হয়

ঘুমের ঘোরে কাঁদি শুধু ভাসে চক্ষুদ্বয়।


মাগো তুমি সেমাই পায়েস তুলে দিতে মুখে

মনের সুখে খেতাম সবই ঘুরতাম মহাসুখে।

ছেলে সন্তান ছেড়ে প্রবাস ঈদে কী সুখ আছে?

বাস্তবতার শিকল বাঁধা মনটা তবু কাছে।

দুঃখের মাঝে সাজি মাগো অন্ধকারের সাজ

চারিদিকে দেখি শুধু ধূধূ মরু আজ।

যায়না ভোলা মায়ের স্নেহ বোনের আদর-প্রীতি

বুকের মাঝে জাগে সদা ফেলে আসা স্মৃতি।

বিষয়: বিবিধ

১৬৩৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373281
২৭ জুন ২০১৬ দুপুর ০২:৩৭
২৮ জুন ২০১৬ রাত ০৩:১৫
309911
আবু তাহের মিয়াজী লিখেছেন : ধন্যবাদ ভাইজান
373299
২৭ জুন ২০১৬ বিকাল ০৪:০৪
কুয়েত থেকে লিখেছেন : শত রকম বেদনাতে চলে প্রবাস জীবন
অশ্রু দিয়ে কেনা জীবন কিনি হাসির বাঁধন। অনেক ভালো লাগলো লেখা কবিতাটি ধন্যবাদ

২৮ জুন ২০১৬ রাত ০৩:১৭
309912
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাইজান, আপনার ভাললাগায় প্রিত হলাম। জাযাকাল্লাহ খাইর।
373308
২৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৩০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কি বলে যে শান্তনা দিই
জানা নেই মন্ত্র,
বিদেশ হল বি-প্যাচ জানি
রবোট নামে যন্ত্র।
373321
২৭ জুন ২০১৬ রাত ০৮:১৫
শেখের পোলা লিখেছেন : স্বার্থ ত্যাগই প্রবাসীদের করণীয় হয়ে দাঁড়িয়েছে। সেখানে দুঃখ করে আর কি হবে। শুধুই বলতে হবে,"পরের কারণে স্বর্থ দিয়া বলি' এ জীবন মন সকলই দাও/ তার মত সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও।"
373338
২৭ জুন ২০১৬ রাত ১১:৩১
নাবিক লিখেছেন :
মাগো তুমি সেমাই পায়েস তুলে দিতে মুখে
মনের সুখে খেতাম সবই ঘুরতাম মহাসুখে।
আহ!! কিছু বলার ভাষা নেই।
373346
২৮ জুন ২০১৬ রাত ১২:২৯
দ্য স্লেভ লিখেছেন : অনেক ভালো Happy
373350
২৮ জুন ২০১৬ রাত ০২:৪৪
আফরা লিখেছেন : কষ্টে ভরা কবিতাখানি ভাল হয়েছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File