ঈদের খুশি
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২২ জুন, ২০১৬, ১০:৫১:৩৫ রাত
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
সারা জগৎময়
সমাজ থেকে দূর হয়ে যাক
সকল অবক্ষয়।
।
রাগ অনুরাগ যতই থাকুক
হৃদয় যতই পাষান
ভাইয়ের সাথে ভাই মিলবে
ভুলে অভিমান।
।
এই তো বুঝি ঈদের খুশি
মুসলমানের ঘরে
দয়া চাহি প্রভু যেন
হায়াত দরাজ করে।
বিষয়: বিবিধ
১৭৫১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন