রমজান
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৮ জুন, ২০১৬, ১১:৪৩:২৯ রাত
একটি বছর ঘুরে আবার এলো যে রমজান
বন্ধী হলো চিরো শত্রু অবাধ্য জিন শয়তান।
বন্ধ হলো জাহান্নামের দরজা-জানালা
খুলে গেল জান্নাতের ক্ষমার ফয়সালা।
।
রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারেনি যারা
রেখে রোজা লাভ হবে না উপাস থাকা ছাড়া
ওগো মুমিন জেগে উঠো আর ঘুমে থেকো না
পশুপাখি জিকির করে ছাড়ো ফুলের বিছানা।
।
সেহরি খেয়ে রোজা রাখো কর মজবুত ঈমান
প্রভু বলেন নিজ হাতে দিবো রোজার প্রতিদান।
নাজ-নিয়ামত নিয়ে প্রভু ডাকছে বারেবার
ক্ষমা করে দিবেন প্রভু রমজানে তোমার।
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে, জাজাকাল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন