মক্কা-মদিনার : স্মৃতি পর্ব-(২)

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৮ এপ্রিল, ২০১৬, ১০:২৬:৫৬ রাত

ভ্রমন যদি হয় মক্কা মদিনা নিজের চোখে দেখার আশায় কাবা শরীফে সালাত আদায় করার আশায় রাসুল (স)-এর রওজা জেয়ারত করার জন্য। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে?

ব্লগের কল্যাণে হাবিব ভাইয়ের সাথে পরিচয় আস্তে আস্তে আত্মার আত্মীয়, একদিন কথায় কথায় ওমরাহ যাবার আলোচনা।

আলোচনায় মে মাস ঠিক করা হল, ঠিক করলে তো আর হয় না। পাসপোর্ট ভিসা প্রসেসিং করতে হবে। কয়েক ট্রাভেল এজেন্সীতে যোগাযোগ করা হলে সবার একটাই প্রশ্ন আপনারা কোন দেশী?  জবাবে বাংলাদেশী হলে অন্য একজনের পাসপোর্ট জামানত রেখে যেতে হবে।

 এই আইন কাতারে প্রতিটি ট্রাভেল এজেন্সী শুধুমাত্র বাংলাদেশীদের জন্য করেছে। কেন জানেন?  আমরা বাংলাদেশী বলে কথা। আমাদের দেশের কিছুকিছু প্রবাসী ওমরাহ্‌ ভিসায় সৌদিআরব গিয়ে পালিয়ে কাতারে আর ফেরত আসেনা। নিয়ম হচ্ছে যেই ট্রাভেল এজেন্সী থেকে যে কয়জন ওমরাহ্‌ করতে যাবে সেই কয়জন (ইমেগ্র্যাশন) হিসাব করে ফেরত আনতে হবে। অন্যথায় ট্রাভেল এজেন্সীকে ছয় হাজার কাতারী রিয়েল জরিমানা গুনতে হয়। সেই জন্য অন্য একজনের পাসপোর্ট জামানত রাখতে হয়।তবে যেই প্রবাসীরা এই কাজ করে থাকেন, তারা বেশীরভাগ হচ্ছেন দালালের খপ্পরে পড়ে বেশী টাকাপয়সা খরচ করে দেশ থেকে প্রবাশে এসেছেন এবং আমার  জানা মতে এটাই মুল কারণ এবং তারা ভাবেন এখান থেকে সউদি আরবে সুযোগ সুবিধা বেশী কিংবা সেখানে তাদের আত্মীয়স্বজন আছেন তাদের মাধ্যমে কাজের ব্যবস্থা হলে আয়রোজগার বেশী হবে। দেশ থেকে বেকার হয়ে ঘোরার চেয়ে বিদেশে এসে যদি কিছু অর্থ উপার্জন করা যায়, তাহলে সুন্দর একটা ভবিস্যৎ গড়া যাবে এই আশায় বাংলাদেশ থেকে হাজার হাজার বেকার যুবক এসব দালালের মাধ্যমে বিদেশে পাড়ি জমায়।

এই দালালী প্রথা শুধু মাত্র বাংলাদেশীরা করে থাকে। বিশ্বের আর কোণ দেশের মানুষেরা আদম ব্যাপারীর কাজ করেনা। সেই এক লম্বা কথা এই বিষয়ে পরে লিখবো ইন শা আল্লাহ্‌।

আমাদের দুজনের জন্য অন্যজনের পাসপোর্ট জামানত রাখতে হয় নাই।কারন কাতার জীবনে আপনজন আছেন আত্মার আত্মীয় আছেন সুহৃদয়বান ভাই আছেন তিনি হচ্ছেন সুদক্ষ সুযোগ্য নজরুল ভাই। নজরুল ভাইকে ফোন করলে বলে দিলেন পাসপোর্ট আর দু'কপি ছবি নিয়ে চলে আসবেন। হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে গেলাম এজেন্সীতে। হাবিব ভাই আসতে দেরি হচ্ছিল জ্যামে পড়েছেন। এই দিকে নজরুল ভাইয়ে অফিসকক্ষে বসে মজাদার নাস্তা আর সুস্বাদু চা খেয়ে সামান্য কথাবার্তা বলে দুজনে বের হই।  আর নাস্তার ফাঁকে অফিসে কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দিলেন অনেক বড় করে। আসলে আমি কিন্তু এতো বড় না। নজরুল ভাই কিন্তু অনেক বিজি থাকেন। অনেক কাজ হাতে থাকে। কিছু সময় থাকাকালেই দেখলাম অনেক কাজ সেরে ফেলেছেন। এরিমধ্য হাবিব ভাই হাজির। নজরুল ভাই আমাদের দু'জনকে সাথে নিয়ে এজেন্সিতে বলে দিলেন দু'জনের পাসপোর্ট আর ছবি রাখেন ওমরাহ্‌ যাবে। এদিকে ওমরাহ্‌ ভিসার অপেক্ষা করছি। অপেক্ষার দোলাচলে থাকতে থাকতে একদিন জানতে পারলাম আমাদের বহুল প্রতিক্ষিত ওমরাহ ভিসা হয়েছে। তারিখটি সম্ভবত ১৬/১৭মে ২০১৪। ভিসা তো পাওয়া গেল।

চলবে...

প্রথম পর্ব

বিষয়: বিবিধ

১৩১৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367425
২৮ এপ্রিল ২০১৬ রাত ১১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো চলুক।
২৯ এপ্রিল ২০১৬ রাত ০১:৪৬
304844
আবু তাহের মিয়াজী লিখেছেন : প্রিয় ভাইজান, আপনার ভালো লাগায় আমি অনুপ্রেরণা পাচ্ছি। জাযাকাল্লাহ
367426
২৮ এপ্রিল ২০১৬ রাত ১১:২২
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
২৯ এপ্রিল ২০১৬ রাত ০১:৪৭
304845
আবু তাহের মিয়াজী লিখেছেন : অশেষ ধন্যবাদ ভাইজান। মাঝেমধ্যে একটু উঁকিঝুঁকি দেখে ভালো লাগে।Tongue
367429
২৯ এপ্রিল ২০১৬ রাত ১২:২৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২৯ এপ্রিল ২০১৬ রাত ০১:৪৮
304846
আবু তাহের মিয়াজী লিখেছেন : কষ্ট করে পড়ার জন্য অশেষ ধন্যবাদ
367430
২৯ এপ্রিল ২০১৬ রাত ০১:৩৫
আমীর আজম লিখেছেন : হুম। ভাল লাগতেছে। চলুক।
২৯ এপ্রিল ২০১৬ রাত ০১:৫০
304847
আবু তাহের মিয়াজী লিখেছেন : তাই!আশাকরি সাথেই থাকবেন।লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
367436
২৯ এপ্রিল ২০১৬ রাত ০২:৪৮
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : বড় ভাল লাগে আমার নবীর দেশের কথা জানতে।
৩০ এপ্রিল ২০১৬ রাত ০৩:১১
304891
আবু তাহের মিয়াজী লিখেছেন : ইন শা আল্লাহ্‌ সাথেই থাকবেন। আর দোয়া করবেন যেন সুন্দর করে লিখতে পারি। জাজাকাল্লাহ
367437
২৯ এপ্রিল ২০১৬ রাত ০৩:২৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। মক্কা মদীনার হৃদয়স্পর্শী লিখাটি পড়ে মুগ্ধ হলাম।
৩০ এপ্রিল ২০১৬ রাত ০৩:১৯
304892
আবু তাহের মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুম সালাম। শ্রদ্ধেয়া জ্বী, কষ্ট করে পড়ার জন্য জাজাকাল্লাহ।
367552
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪৪
আফরা লিখেছেন : হাবীব ভাইয়া কি আমাদের বাকপ্রবাস ভাইয়া নাকি ভাইয়া ? ভাল লাগছে পড়তে ।ধন্যবাদ ভাইয়া ।

০৩ মে ২০১৬ রাত ১১:৩১
305285
আবু তাহের মিয়াজী লিখেছেন : জ্বি আপুজি। আপনি ঠিকিই বলেছেন। উনিই আমাদের হাবীব ভাই। জাজাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File