টুডে ভুবন
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২০ এপ্রিল, ২০১৬, ০১:২৭:১৭ রাত
থাকবো না আর দূরে দূরে
টুডে ভুবন ছেড়ে
গাজী ভাইয়ে ডাক দিয়েছে
আসুন সবাই তেড়ে।
।
হতাশ হবার কিছু ই নেই
আসবে খানাদানা
কি কি লাগবে বলেন শুধু
আসছে নিয়ে আফরানা।
।
স্নেহ-প্রীতি ভালোবাসায়
মায়ার বাঁধনে
ক্লান্তি শ্রান্তি দুর হয়ে যাক
এই শুভদিনে।
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ ভাইয়া ।
আর
খানাদানা দিয়ে করেছেন ধন্য
ব্লগ পাড়ায় আপনি হলে অনন্য।
অশেষ ধন্যবাদ ভাইজান।
যেমনিতে খাবার কথা বললেন, আফরা তেমনিই খাবার নিয়ে হাজির। ইস আমি যদি কবি হইতামরে.....
আর আমাদের খাবার নি সবসময় রেডি থাকেন আফরা আফু।
জান্নাতের বাবা ভাই, অসংখ্য ধন্যবাদ জানবেন
মন্তব্য করতে লগইন করুন