জীবনে ভালো লাগার একটা শ্রেষ্ঠ ভালোলেগেছে আজ
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১২ এপ্রিল, ২০১৬, ০৯:৩৮:১১ রাত
আমার জীবনে ভালো লাগার একটা শ্রেষ্ঠ ভালোলেগেছে আজ। এই শ্রেষ্ঠ ভালোলাগার কথা না বললে ই নয়। বলবো না কেন? এমন ভালো লাগার কথা আপনাদের সাথে শেয়ার করা নাহলে ভালোলাগা ভালো লাগবেনা।তাইতো আপনাদের সাথে শেয়ার করা।
ভালোলাগার কথা বলার আগে একটু কথা বলে নিচ্ছি। মা বাবা সন্তানের জন্য আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত !একজন সুসন্তান যেমন বাবা-মায়ের জন্য সম্পদ, তেমনি ভাল মা বাবাও সন্তানের জন্য শ্রেষ্ঠ নেয়ামত। সন্তানের জীবন গড়ার প্রথম কারিগরই হল মা এবং বাবা। সাবাই চাই আমাদের সন্তান একজন সুসন্তান হউক। কিন্তু একটু ভালোভাবে চিন্তা করলে দেখা যাবে, আজকাল সমাজে অধিকাংশ মা বাবাই সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে পারছেন না। আসলে বাবা মা'ই হয়ত বুঝছেন না, কোনটি সঠিক আর কোনটি বেঠিক।
বেশিরভাগ মা বাবাকে দেখি বড়বড় মোবাইল ফোন টেবলেট আইফোন হাতে দিয়ে কার্টুন চালিয়ে দেয়। আবার অনেকেই ফিল্ম ছায়াছবির গানবাজনা চালিয়ে হাতে দেয়। যেই মা বাবারা কচিকাঁচা সন্তানদের হাতে ইলেক্ট্রনিক দিয়ে আসক্ত করছে, আর এতে সন্তান হয়ে যাচ্ছে পথহারা দিশেহারা। এই সন্তানদের এভাবে বড় হলে তার থেকে ভাল কি আশা করা যেতে পারে? অবশ্যই জীবনের কোন পর্যায়ে যদি সে সঠিক বুঝ পায়, তবে তারা সুপথে ফেরার সম্ভাবনা থেকেই যায়। আপনাদেরকে একটু ভাবনার অনুরোধ রইল।
আপনারা যে গভীর আগ্রহভরে পড়ে আসছেন আমার শ্রেষ্ঠ ভালোলাগার কথা শুনতে, তাহলে শুনুন! প্রবাসে আমি একটা ছোটখাটো মার্কেটের দায়িত্ব্য থাকার সুবাদে প্রতিদিন বহুরূপী মানুষজন দেখার সুযোগ হয়। বহুরূপী মানুষদের মাঝে অনেক ভালো মানুষ ও নজরে পড়ে কথা ও হয়। আজকে ভালো মানুষের কথাকলি শুনাব।
হঠাৎ করে শুনতে পেলাম মুগ্ধকরা সুরেলা কুরআন তেলায়ত, তাকিয়ে দেখি পর্দানশিন একজন মা ছোট ছোট তিনটে সন্তান সাথে। বড় বাচ্চার বয়স হবে ৭/৮ বছরের আর মেঝো বাচ্চার হবে ৫/৬ বছরকার। মেঝো বাচ্চাকে মা পবিত্র কুরআনের সূরা ইখলাস গুনগুন করে শিখাচ্ছে আর বাচ্চাদের পছন্দসই তাদের ড্রেস ট্রলিতে রাখছে। বাচ্চাও খুব সুন্দরতার সাথে মায়ের সাথে গুনগুন করে পড়ছে। আমি মাথানিচু করে শুনলাম আর ভাবনার জগতে ঘুরতে লাগলাম।মন কে প্রশ্ন করতে ছিলাম, সব মা বাবা কি সন্তানদের এমন সিক্ষা দেয়? সব মা বাবা সর্ববাদা কি সুশিক্ষা দেয়?
আমরা যদি আমাদের সন্তানদের দীনী শিক্ষা না দেই এবং তারা যদি বাবা মায়ের কাছ থেকে শিক্ষার অভাবে গোনাহে লিপ্ত হয়, তবে সমপরিমাণ গোনাহ বাবা মায়ের আমলনামায়ও জমা হবে এবং বিচারের দিবসে বাবা মা'কে এজন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে।
তাই আমাদের কোমলতম সন্তানদেরকে ছোট বেলা থেকেই দীনী শিক্ষা দিতে হবে, যাতে তারা সঠিকভাবে বেড়ে ওঠে। বাবা-মাকেও দীনের পথে চলতে হবে যাতে তাদের দেখে সন্তানেরা সঠিক শিক্ষা পায়। দীনদার সন্তানই বাবা মায়ের জন্য সম্পদ। তেমনি দীনদার বাবা মাও সন্তানদের জন্য শ্রেষ্ঠ উপহার।
আল্লাহ্ আমাদের গোনাহখাতা মাপ করুক আর আমাদের সন্তানদেরকে যেন দীনী শিক্ষায় শিক্ষিত করে সঠিক পথের সন্ধান দিয়ে শ্রেষ্ঠ মা বাবার কাতারে সামিল হতে পারি। আমীন
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ ভাইয়া ।
যাক, প্রতিটি মায়ের সন্তানের জন্য প্রথম শিক্ষক হওয়া উচিৎ।
আর উনি কিন্তু আস্তে আস্তে শিখাইতেছিল।
ধন্যবাদ জানবেন ভাইজান।
পরিনত বয়সে সে কোনটাকে বেছে নেয় ?
মন্তব্য করতে লগইন করুন