জীবনে ভালো লাগার একটা শ্রেষ্ঠ ভালোলেগেছে আজ

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১২ এপ্রিল, ২০১৬, ০৯:৩৮:১১ রাত

আমার জীবনে ভালো লাগার একটা শ্রেষ্ঠ ভালোলেগেছে আজ। এই শ্রেষ্ঠ ভালোলাগার কথা না বললে ই নয়। বলবো না কেন? এমন ভালো লাগার কথা আপনাদের সাথে শেয়ার করা নাহলে ভালোলাগা ভালো লাগবেনা।তাইতো আপনাদের সাথে শেয়ার করা।

ভালোলাগার কথা বলার আগে একটু কথা বলে নিচ্ছি। মা বাবা সন্তানের জন্য আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত !একজন সুসন্তান যেমন বাবা-মায়ের জন্য সম্পদ, তেমনি ভাল মা বাবাও সন্তানের জন্য শ্রেষ্ঠ নেয়ামত। সন্তানের জীবন গড়ার প্রথম কারিগরই হল মা এবং বাবা। সাবাই চাই আমাদের সন্তান একজন সুসন্তান হউক। কিন্তু একটু ভালোভাবে চিন্তা করলে দেখা যাবে, আজকাল সমাজে অধিকাংশ মা বাবাই সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে পারছেন না। আসলে বাবা মা'ই হয়ত বুঝছেন না, কোনটি সঠিক আর কোনটি বেঠিক।

বেশিরভাগ মা বাবাকে দেখি বড়বড় মোবাইল ফোন টেবলেট আইফোন হাতে দিয়ে কার্টুন চালিয়ে দেয়। আবার অনেকেই ফিল্ম ছায়াছবির গানবাজনা চালিয়ে হাতে দেয়। যেই মা বাবারা কচিকাঁচা সন্তানদের হাতে ইলেক্ট্রনিক দিয়ে আসক্ত করছে, আর এতে সন্তান হয়ে যাচ্ছে পথহারা দিশেহারা। এই সন্তানদের এভাবে বড় হলে তার থেকে ভাল কি আশা করা যেতে পারে? অবশ্যই জীবনের কোন পর্যায়ে যদি সে সঠিক বুঝ পায়, তবে তারা সুপথে ফেরার সম্ভাবনা থেকেই যায়। আপনাদেরকে একটু ভাবনার অনুরোধ রইল।

আপনারা যে গভীর আগ্রহভরে পড়ে আসছেন আমার শ্রেষ্ঠ ভালোলাগার কথা শুনতে, তাহলে শুনুন! প্রবাসে আমি একটা ছোটখাটো মার্কেটের দায়িত্ব্য থাকার সুবাদে প্রতিদিন বহুরূপী মানুষজন দেখার সুযোগ হয়। বহুরূপী মানুষদের মাঝে অনেক ভালো মানুষ ও নজরে পড়ে কথা ও হয়। আজকে ভালো মানুষের কথাকলি শুনাব।

হঠাৎ করে শুনতে পেলাম মুগ্ধকরা সুরেলা কুরআন তেলায়ত, তাকিয়ে দেখি পর্দানশিন একজন মা ছোট ছোট তিনটে সন্তান সাথে। বড় বাচ্চার বয়স হবে ৭/৮ বছরের আর মেঝো বাচ্চার হবে ৫/৬ বছরকার। মেঝো বাচ্চাকে মা পবিত্র কুরআনের সূরা ইখলাস গুনগুন করে শিখাচ্ছে আর বাচ্চাদের পছন্দসই তাদের ড্রেস ট্রলিতে রাখছে। বাচ্চাও খুব সুন্দরতার সাথে মায়ের সাথে গুনগুন করে পড়ছে। আমি মাথানিচু করে শুনলাম আর ভাবনার জগতে ঘুরতে লাগলাম।মন কে প্রশ্ন করতে ছিলাম, সব মা বাবা কি সন্তানদের এমন সিক্ষা দেয়? সব মা বাবা সর্ববাদা কি সুশিক্ষা দেয়?

আমরা যদি আমাদের সন্তানদের দীনী শিক্ষা না দেই এবং তারা যদি বাবা মায়ের কাছ থেকে শিক্ষার অভাবে গোনাহে লিপ্ত হয়, তবে সমপরিমাণ গোনাহ বাবা মায়ের আমলনামায়ও জমা হবে এবং বিচারের দিবসে বাবা মা'কে এজন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে।

তাই আমাদের কোমলতম সন্তানদেরকে ছোট বেলা থেকেই দীনী শিক্ষা দিতে হবে, যাতে তারা সঠিকভাবে বেড়ে ওঠে। বাবা-মাকেও দীনের পথে চলতে হবে যাতে তাদের দেখে সন্তানেরা সঠিক শিক্ষা পায়। দীনদার সন্তানই বাবা মায়ের জন্য সম্পদ। তেমনি দীনদার বাবা মাও সন্তানদের জন্য শ্রেষ্ঠ উপহার।

আল্লাহ্‌ আমাদের গোনাহখাতা মাপ করুক আর আমাদের সন্তানদেরকে যেন দীনী শিক্ষায় শিক্ষিত করে সঠিক পথের সন্ধান দিয়ে শ্রেষ্ঠ মা বাবার কাতারে সামিল হতে পারি। আমীন

বিষয়: বিবিধ

১৩৫৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365536
১২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫২
আফরা লিখেছেন : আমাদের কোমলতম সন্তানদেরকে ছোট বেলা থেকেই দীনী শিক্ষা দিতে হবে, যাতে তারা সঠিকভাবে বেড়ে ওঠে। বাবা-মাকেও দীনের পথে চলতে হবে যাতে তাদের দেখে সন্তানেরা সঠিক শিক্ষা পায়। দীনদার সন্তানই বাবা মায়ের জন্য সম্পদ। তেমনি দীনদার বাবা মাও সন্তানদের জন্য শ্রেষ্ঠ উপহার।১০০ % একমত ।

অনেক ধন্যবাদ ভাইয়া ।
১৩ এপ্রিল ২০১৬ রাত ০২:০১
303278
আবু তাহের মিয়াজী লিখেছেন : কষ্টকরে পড়ার জন্য অশেষ মোবারক বাদ।
365538
১২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : নারীর কুরআন তেলওয়াত ভালো লাগুক, কিন্তু নারীর কণ্ঠোটা ভালো লেগে গেলে সমস্যা আছে। এই জন্য দেখি, অনেক ছোট ছোট বাচ্চা মেয়ে ইসলামী সংগীত গায়, কিন্তু কিছুটা বড় হলে গান গাওয়া ছেড়ে দেয়। হেকমত আছেরে দাদা হেকমত আছে।
যাক, প্রতিটি মায়ের সন্তানের জন্য প্রথম শিক্ষক হওয়া উচিৎ।
১৩ এপ্রিল ২০১৬ রাত ০২:০৪
303279
আবু তাহের মিয়াজী লিখেছেন : বাচ্চাকাচ্চাদের প্রথম শিক্ষক তো মা বাবা।
আর উনি কিন্তু আস্তে আস্তে শিখাইতেছিল।
ধন্যবাদ জানবেন ভাইজান।
365551
১৩ এপ্রিল ২০১৬ রাত ০১:০২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসলেই হৃদয় ছুয়ে যাবার মত ব্যাপার শেয়ার করেছেন ভাইয়া।
১৩ এপ্রিল ২০১৬ রাত ০২:০৪
303280
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমাদের সন্তানদেরকে যেন দীনী শিক্ষায় শিক্ষিত করে সঠিক পথের সন্ধান দিয়ে শ্রেষ্ঠ মা বাবার কাতারে সামিল হতে পারি। আমীন
365557
১৩ এপ্রিল ২০১৬ রাত ০১:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎতার শিক্ষনিয় পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ। আমাদের দেশে বেশিরভাগ মানুষ ই মনে করে কুরআন শরিফ এর সূরা এভাবে পড়া যায়না। তাতে নাকি অসন্মান হয়!! তারা সার্বক্ষনিক গান গাইতে রাজি কিন্তু এভাবে কুরআন শিখাতে নয়।
১৩ এপ্রিল ২০১৬ রাত ০১:৩০
303277
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম প্রিয় ভাইজান। আপনার শাস্তর কি অবস্থা? ভালো আছেন।
365577
১৩ এপ্রিল ২০১৬ সকাল ০৫:২৪
শেখের পোলা লিখেছেন : আমাদের শুভ বদ্ধির উদয় হোক৷৷ আপনাকে ধন্যবাদ৷
365588
১৩ এপ্রিল ২০১৬ সকাল ০৯:২৮
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ছোটবেলা থেকেই যে সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়া হয় ওরা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আমাদের সন্তানদেরও আল্লাহপাক হেফাজত করুন।
365596
১৩ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৪৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জাযাকাল্লাহ। আমাদের প্রত্যেকের শিখার আছে এ ঘটনা হতে। বাচ্চাদের আমরা মিথ্যা গল্প না শুনিয়ে অবসর সময়ে কুরআনের বাণী শুনাতে পারি। ইসলামী ঐতিহ্য, সীরাতে রাসূল(সাঃ)ও সোনালী দিনের কাহিনী শুনাতে পারি। ইনশাল্লাহ আমার ছেলের জন্য চেষ্টা করবো।
365600
১৩ এপ্রিল ২০১৬ সকাল ১০:০৩
হতভাগা লিখেছেন : বাচ্চা বয়সে সবাইকেই মা বাবারা অলরাউন্ডার বানাতে চায় । তারই প্রাইভেট পড়ার পাশাপশি তারা বাচ্চাদের নাচের ক্লাস , গানের ক্লাস , আর্ট শেখার ক্লাস , কারাতের ক্লাস এ নিয়ে যায় । বাসায় হুজুর/হুজুরাইন রাখে আরবী তথা ক্বুরআন শেখার জন্য ।

পরিনত বয়সে সে কোনটাকে বেছে নেয় ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File