একটি শোক সংবাদ

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৯ এপ্রিল, ২০১৬, ০৮:১২:১৭ রাত



إنا لله وإنا إليه راجعون

ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জনাব হারুনুর রশীদ ভাই আজ ০৯ই এপ্রিল ২০১৬, শনিবার, সকালে তার ডিউটি স্থলে দূর্ঘটনা কবলিত হয়ে ইনতিকাল করেছেন। মরহুমের বাড়ী  ‍কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বাঁকিই পূর্বপাড়া গ্রামে।

মরহুমের লাশ বর্তমানে ওয়াকরা হসপিটালের মর্গে রয়েছে। তার লাশ দেশে পাঠানো পূর্বে অনুষ্ঠিত নামাযে জানাযার সময় সূচী পরবর্তীতে জানানো হবে ইনশা আল্লাহ।

  এই প্রবাসে আর্থিক উন্নতির জন্যই প্রবাসের মাটিতে পা রেখেছিলেন হারুনুর রশীদ ভাই।বিদেশ এসে চাকুরী করে অনেক টাকা পয়সা বড়ীতে পাঠাবে, সংসারে দুঃখের ছায়ার পরিবর্তে সুখের রংগিলা সংসার উজ্জ্বল হবে— এ প্রত্যাশা বুকে নিয়ে প্রবাসে এসেছিলেন হারুনুর রশীদ ভাই কিন্তু সেই শুখ, সেই সুখের স্বপ্ন স্বপ্ন-ই রয়ে গেলো। প্রবাস নিয়ে একটা কথা প্রচলিত আছে। সেটা হচ্ছে, মানুষ প্রবাসে আসে বিমানে আর দেশে ফেরে কফিনে।

হে আল্লাহ ! উনার গুনাসমূহকে ক্ষমা করুন নেক আমল গুলো কবুল করে উনার কবরকে প্রস্থত করে দিন । আর উনার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দিন । আমীন ।

(( يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي ))

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365089
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৩
আফরা লিখেছেন : oh my God !! খুব কষ্ট লাগল ।

হে আল্লাহ ! উনার গুনাসমূহকে ক্ষমা করুন নেক আমল গুলো কবুল করে উনার কবরকে প্রস্থত করে দিন । আর উনার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দিন । আমীন ।
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪১
302924
গাজী সালাউদ্দিন লিখেছেন : ও my Allah
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:০৯
302938
আফরা লিখেছেন : আমি কোন কৃত্রিমতা করি নাই লিখাটা পড়ে আমার মুখ দিয়ে যেটা বের হয়েছে সেটাই লিখেছি । যদিও জানি God বলা ঠিক না তবু মুখ দিয়ে এটাই বের হয়ে যায় ।ধন্যবাদ রাতকানা ভাইয়া ।
365090
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৬
শেখের পোলা লিখেছেন : ইন্না লিল্লাহে অ ইন্না ইলাইহে রাজেউন৷
365091
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৩০
কুয়েত থেকে লিখেছেন : إنا لله وإنا إليه راجعون আল্লাহ মরহুমের গুনাহ সমূহকে ক্ষমা করে দিন ধন্যবাদ আপনাকে
365098
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার প্রতিবেশী!
পাশের থানায় আমাদের বাড়ি। লাকসাম অনেক গিয়েছি। উনি তো চলে গেছেন, মাগফিরাত কামনা করছি আর উনার পরিবার পরিজনকে আল্লাহ সবর করার তাওফীক দিন।
উনার অবর্তমানে পরিবারের লোকদের অভাব অনটন থেকে মুক্তি দিন।
365099
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৫
বিবর্ন সন্ধা লিখেছেন : انا لله و انا اليه راجعون

মহান আল্লাহ
উনার সকল ভালো কাজ গুলোকে কবুল করে উনাকে উনার আত্বাকে শান্তিতে রাখুন
আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File