প্রবাসী বাবার দহন
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ৩০ মার্চ, ২০১৬, ১২:৫৭:২৫ দুপুর
বিশ্বাস কর মাগো
থাকতে চাইনা একা
তবু মাগো থাকতে হয়
পকেটে নেই টাকা।
.
তুমি মাগো দুঃখের দিনের
মিষ্টি মুখের হাসি
তোমার হাসি দেখলে মাগো
হৃদয়ে বাজে বাঁশি।
.
তুমি মাগো আমার ঘরের
একটি গোলাপ ফুল
এই প্রবাসে তোমায় ভেবে
হই যে ব্যাকুল।
.
মাগো আমি আসব যখন
আনবো চুলের ফিতা
সাজিয়ে দিবো আব্বুর হাতে
হাসবে তখন মিতা।
.
দেশের কেহো বুঝতে চায়না
প্রবাসী বাবার দহন
দুঃখকষ্ট সবই আছে
যায়না মাগো কহন।
লেখাটি মোবারক ভাইয়ের পোষ্ট এ মন্তব্য করেছি। তাই উৎসর্গ উনার জন্য।
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাস পেরোলেই পকেট ভরতি অনেক অনেক টাকা
তার লাগিয়া প্রবাসীদের একা একা থাকা।
মন্তব্য করতে লগইন করুন