গর্জে উঠো
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৪ মার্চ, ২০১৬, ১১:১৯:৫৭ রাত
হায়রে পাষাণ নিষ্টুর পাষাণ
ধর্ষণ করলি ঝারা
নর পশুর তাণ্ডব লীলায়
হৃদয়ে আনলি খরা।
তনুর অনেক স্বপ্ন ছিল
ছিল অনেক আশা
মানুষ নামের পশু হয়ে
করলি সর্বনাশা।
এইভাবে আর কত তনু
হবে সর্বনাশ
থাকতে সময় গর্জে উঠো
বাঁচাতে বাংলাদেশ।
বিষয়: বিবিধ
১০৫৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখাটা আজ দুপুরের আগেই পোস্ট করে দিন প্লিজ
মন্তব্য করতে লগইন করুন