প্রবাসীর মায়ের কাছে খোলা চিঠি। ~~~~~~~~~~~~~~~~~~~~~~

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১১ মার্চ, ২০১৬, ০৫:২৫:২৭ বিকাল



প্রিয় মা, সালাম নিও। তোমরা কেমন আছো?আমি ভাল আছি। আমার চোখের জলে এই লেখাটুকু তুমি পড়বে কি না আমি জানি না। তবুও আজ বলতে ইচ্ছে করছে। তাই বলছি। জমাট বাঁধা হাজার রঙের কথা উথলে উঠে বুকের চিনচিন ব্যথায়। যদি গল্প বলার মতো করে বলতে পারতাম, তাহলে হয়তো হৃদয়ের জ্বালা কিছুটা মিটত । এইতো সেইদিন বিছানা ঝাড়তে গিয়ে অনেক গুলি কাগজের টুকরা নজরে পড়লো। হাতে নিয়ে দেখি অনেক আগে তোমার জন্য কয়েকটা চিঠি লিখেছি। কিন্তু পাঠানো হয়নি। এখন আর কেউ চিঠি পোষ্ট করেনা। ডিজিটাল যুগ এখন সব বদলেগেছে। চিঠি গুলি খুব যত্নকরে পড়েছি সেই কবেকার কথা, অনেকটা নিভৃতে কেটে গেছে বছরগুলো।আমি জানি তোমাকে ভুলে যাওয়া কখনো আমার পক্ষে সম্ভব না, তারপরও ভুলার চেষ্টা করি, কিন্তু দিনের আলো যখন অন্ধকারের দিকে ধাবিত হয় কেনো যেনো তখন তোমাকে আরো বেশি করে কাছে পেতে ইচ্ছে হয়। প্রতিদিন সন্ধ্যায় বুকের ভেতরটায় শুরু হয় কষ্টের ডুবসাঁতার। আমি ক্লান্ত হয়ে যাই মা। অবসাদ আর বিষাদিত সন্ধ্যা আমাকে ঘিরে ধরে। কেউ বুঝবে না, তুমি আর বাংলাদেশেটা আমার কাছে কতো প্রিয়।পারি না মা, একটি রাতও তোমাকে ছাড়া থাকতে পারি না। অনেক কষ্টে কাটছে দিন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। তার ওপর মালিকপক্ষের নানা মন্তব্য, দুর্ব্যবহার। আর ভালো লাগে না। ইচ্ছে হয়, এখনই ফিরে আসি মাতৃভূমী। আর কত কষ্ট সইব, তুমি বলো মা! স্বর্গের সুখ এ জগতে লুকিয়ে যেথায় থাকে,সে'তো আর কোথাও নেই স্নেহময় মায়ের কোল ছাড়া। ছোটবেলায় বাবা বলতেন, জীবন বড় কষ্টের। তখন বুঝিনি। আজ বুঝতে পারি। কেবলই কেঁদে ওঠে অন্তর।' মা'ইচ্ছে হলেও এখন আর ছুতে পারি না তোমায়। অথচ শৈশব আর কৈশোরে কতোই না অমান্য করেছিলাম তোমার কথা। তোমাকে আর দেশকে যে কতোটা ভালোবাসি, প্রবাসে না এলে তা হয়তো জানা হতো না কোনোদিনই। রাতের নক্ষত্রগুলো তোমার কথা বারবার মনে করিয়ে দেয়। খেতে বসলে তোমার কথা ভেবে চোখে জল আসে। জানো মা, এখন আমি খুব ভাল আছি। বেশ আছি। এদেশে সবাই ভাল থাকে। পয়সার দুনিয়া। যার আছে তার অঢেল টাকা, খরচ করার জায়গা নেই। আর যার নেই, সেও চলে যাবার মত পয়সাওয়ালা। অথচ আমি তোমার দুঃখিনী ছেলে, এখনও পয়সাওয়ালা হতে পারলাম না। বাবার শরীর ভালতো? বাবাকে সালাম দিও। রাত বিরাতে বাজারে বেশিক্ষণ যেন না থাকে, বারণ করবে।'মা' তোমার দেওয়া পুরানো কাপড় দিয়ে তৈরি কাঁথাটাও ছিড়ে গেছে কতদিন আগে। তবুও বুকে জড়িয়ে রাখতে ভালো লাগে। যেন তুমি আছ মা..............

ইন শা আল্লাহ্‌, চলবে....................

বিষয়: বিবিধ

২১০১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362180
১১ মার্চ ২০১৬ রাত ০৮:০৫
শেখের পোলা লিখেছেন : ডিজিটাল যুগে ডাকের চিঠির মূল্য নেই৷ তবুও ভাল লাগল৷ ধন্যবাদ৷
১২ মার্চ ২০১৬ রাত ০৪:০৩
300165
আবু তাহের মিয়াজী লিখেছেন : লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
362223
১২ মার্চ ২০১৬ দুপুর ১২:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ মার্চ ২০১৬ রাত ১০:৩৮
300203
আবু তাহের মিয়াজী লিখেছেন : পড়ার জন্য,ভাইজন কে অশেষ ধন্যবাদ।
362232
১২ মার্চ ২০১৬ দুপুর ০১:২৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাই প্রবাসের ৬ বছর পার করলাম মাকে ছাড়া, এটা যে কেমন কষ্টের তা প্রবাসী ছাড়া আর কেউ বুঝবেনা।
আপনার পোস্টে আমার ১০০০তম মন্তব্য রেখে গেলাম। ধন্যবাদ আপনাকে
১২ মার্চ ২০১৬ রাত ১০:৩৮
300204
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাইজান কে ১০০০ ফুলেল শুভেচ্ছান্তে শুভেচ্ছা।
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
300278
আফরা লিখেছেন : @ দিল মুহাম্মদ মামুন ভাইয়া ১০০০ টা ফুল অনেক বেশী তাই আমি আর কষ্ট না করে পূরা বাগানটাই নিয়ে এলাম


এখন আপনি ইচ্ছে মত ফুল তুলে মালা গাথুন তোড়া বানিয়ে আপনি ও নেন ভাবীকে ও দেন ।
362237
১২ মার্চ ২০১৬ দুপুর ০২:৪০
গাজী সালাউদ্দিন লিখেছেন :
আমি তোমার দুঃখিনী ছেলে, এখনও পয়সাওয়ালা হতে পারলাম না। বাবার শরীর ভালতো? বাবাকে সালাম দিও। রাত বিরাতে বাজারে বেশিক্ষণ যেন না থাকে, বারণ করবে।'মা' তোমার দেওয়া পুরানো কাপড় দিয়ে তৈরি কাঁথাটাও ছিড়ে গেছে কতদিন আগে। তবুও বুকে জড়িয়ে রাখতে ভালো লাগে। যেন তুমি আছ মা..............


এখানে এসে মনটা খারাপ হয়ে গেলো। একেতো প্রিয়জন ছেড়ে দূর বহুদূরে, তার উপর অভাব! আল্লাহ্‌ আপনাকে ধৈর্য ধারণের তাওফীক দিন এবং পিতা মাতার প্রতি ভালোবাসা অবিরত রাখুন।
শিরোনামে ভুল আছে, দেখে নেবেন।
১২ মার্চ ২০১৬ রাত ১০:৪০
300205
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসলে গল্পটি আমার না, লিখি আরকি।
পড়ার জন্য ধন্যবাদান্তে শুভেচ্ছা অবিরত
362366
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৮
আফরা লিখেছেন : কাছে থাকলে মায়ের মূল্য বুঝা যায় না দুরে আসলেই বুঝা যায় কি !!ধন্যবাদ ভাইয়া খুব ভাল লাগল ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File